এখনই দিল্লি থেকে ফিরছেন না ধনখড়, নতুন রাজনৈতিক সমীকরনের আশঙ্কায় রাজনৈতিক মহল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/06/2021   শেষ আপডেট: 18/06/2021 9:34 p.m.
জগদীপ ধনখড় Twitter

রাজ্যপালের সফরসূচিতে বদল ঘিরে তুঙ্গে জল্পনা

দিল্লি সফর শেষ করে শুক্রবার কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকরের (Jagdeep Dhankhar)। কিন্তু যতটা খবর পাওয়া গেছে, তাতে জানা যাচ্ছে আজ রাজ্যপাল হয়তো কলকাতায় নাও ফিরতে পারেন। তাই তার কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই অত্যন্ত জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। দিল্লির কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে কি বলেন রাজ্যপাল সেই নিয়ে চিন্তায় রাজনৈতিক মহল। ইতিমধ্যেই রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে রয়েছে। তার মধ্যে আবার সফর দীর্ঘায়িত হয়েছে, তাই সব মিলিয়ে ওয়াকিবহাল মহলের মনে নতুন সমীকরণ তৈরি হয়েছে রাজ্যপাল এবং তার দিল্লি যাত্রা নিয়ে।

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যপালের দিল্লি যাত্রার আগে সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর একটি দীর্ঘ সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুর সপ্তমে চড়ান। তারপর থেকেই রাজ্যপালের দিল্লি যাত্রাকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল।

দিল্লিতে গিয়ে রাজ্যপাল ইতিমধ্যেই একটা বড় কর্মসূচি সেরে ফেলেছেন। প্রথমেই তিনি সরাসরি দেখা করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের সঙ্গে। তারপর তিনি দেখা করেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান অরুণ কুমার মিশ্রের সাথে। তারপরে কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে দেখা করেন। তারপরে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে। অবশেষে বৃহস্পতিবার সস্ত্রীক দেখা করে এসেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) সঙ্গে। রাজ্যপালের দিল্লি সফর ইতিমধ্যেই কার্যত ঘটনাবহুল এবং ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অনেকে আবার মনে করছেন আগামীকাল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করতে পারেন জগদীপ ধনকর।