মাছ ব্যবসার পিছনে মাদক পাচার! বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, ঘটনা মালদহের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/09/2022   শেষ আপডেট: 04/09/2022 5:11 p.m.

ব্যবসায়ী সরাসরি যুক্ত ছিলেন কিনা, সেটা তদন্ত সাপেক্ষ

মালদহের গাজোলের বাসিন্দা জয়প্রকাশ সাহা। পেশায় মাছ ব্যবসায়ী তিনি। তবে তাঁর বিরুদ্ধে ছিল মাদক পাচারের অভিযোগ। কাজেই, দীর্ঘদিন ধরেই তদন্তকারী অফিসারদের নজরে ছিলেন তিনি। আজ, রবিবার সকালে ওই মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিআইডির আধিকারিকরা। শুরু হয় জেরা। একদিকে জয়প্রকাশবাবুকে জেরা, অপরদিকে জেরার পাশাপাশি শুরু হয় তল্লাশি। সেই সময়ই উদ্ধার হয় টাকার পাহাড়! তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় মোট ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার টাকা। 

সিআইডি এসপি আনিস সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আজ সকালে আমরা খবর পাই। সেই মতো জয়প্রকাশ সাহার বাড়িতে তল্লাশি চালানো হয়। নগদ মোট ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। সিজার লিস্ট তৈরি হচ্ছে। ওই ব্যবসায়ীর সঙ্গে কার যোগ ছিল, কীসের টাকা, কোনও কিছুই স্পষ্ট নয়। তবে মাদকপাচারের যোগ থাকার একটা তথ্য পাওয়া গিয়েছে। গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই একটা মামলা করা হয়েছে। তবে এই ব্যবসায়ী সরাসরি যুক্ত ছিলেন কি না, সেটা তদন্ত সাপেক্ষ।"

আপাতত জয়প্রকাশ সাহাকে নিজেদের হেফাজতে রেখে জেরা করে, আরও তথ্য বের করতে চাইছে সিআইডি অফিসারেরা।