আর ইচ্ছে নেই ভোটে দাঁড়ানোর, মমতাকে আর্জি চিরঞ্জিতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/02/2021   শেষ আপডেট: 18/02/2021 11:14 a.m.
চিরঞ্জিত চট্টোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়

অন্য দলে যোগ দেবার কোনো সম্ভাবনাই নেই, স্পষ্ট জানান অভিনেতা

আসন্ন বিধানসভা নির্বাচনে আর ভোটে দাঁড়াতে চাননা চিরঞ্জিত, এমনটাই ইচ্ছেপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তবে শেষ সিদ্ধান্ত দলনেত্রীই নেবেন ঠিকই, তবে মনস্থির করেছেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চট্টোপাধ্যায়। বারাসাত তৃণমূল বিধায়ক কারণ হিসেবে বলেন, অনেক বয়স হয়েছে তাই এই কাজ থেকে অব্যাহতি নিয়ে নিজের জগতে থাকতে চান। ভোটের মুখে দলবদলের যা হিড়িক সেই স্রোতে তিনিও কি সামিল হবেন? স্পষ্ট করে জানান তিনি অন্য কোনো দলে যোগ দেবেননা। যারা সিনেমা জগৎ থেকে রাজনীতিতে আসছেন বা ক্রমাগত দল পাল্টাচ্ছেন তাদের প্রসঙ্গ তুললেও চিরঞ্জিত বলেন, "যাঁরা যে যে দলে যোগ দিচ্ছেন, সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। আমি শুধু বলতে চাইছি যে, আমি আর ভোটে লড়তে চাইছি না। সেটা জানিয়েই দলনেত্রীর কাছে অব্যাহতি চেয়েছি। এখন দেখা যাক, উনি কী বলেন।"

রাজনীতির ময়দানে থাকার যে আর ইচ্ছেই নেই সে প্রসঙ্গেই বলেন, "আমি যখন যা করি, মন দিয়ে করি। সিরিয়াসলি করি। যখন ছবি আঁকি, তখন যেমন মন দিয়ে আঁকি, তেমনই যখন রাজনীতি করি, তখনও সেটা মন দিয়েই করি। কিন্তু এখন আমার আর রাজনীতি করার ইচ্ছা নেই। সেটাই দলনেত্রীকে বলেছি।" ২০১১ তেও অনিচ্ছার কথা ব্যক্ত করেন অভিনেতা কিন্তু ১৪৮ টা আসন অধিকার করতে তার ভোটে দাঁড়ানোর খুবই প্রয়োজন ছিল, এমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ২০১৬ তেও অনিচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর নির্দেশই মেনে নেন শেষে। তবে এবার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বারাসাত তৃণমূল বিধায়ক।