ভারতে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির 'আসল' কারণ জানিয়ে দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/06/2021   শেষ আপডেট: 13/06/2021 10:34 p.m.

কেনো ভারতে পেট্রোলের দাম বাড়ছে এবং কেন কেন্দ্রীয় সরকার এই নিয়ে চিন্তিত নয়, জানালেন ধর্মেন্দ্র প্রধান

ভারতে যখন প্রতিদিন তেলের দাম বেড়েই চলেছে সেই সময়, এই তেলের দাম বৃদ্ধির 'আসল' কারণ জানিয়ে দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি রবিবার জানালেন, তেলের দাম বৃদ্ধি হলে কয়েকজন মানুষের সমস্যা হচ্ছে বটে কিন্তু কেন্দ্রীয় সরকার আসলে ভারতের মানুষের ভালো করার জন্য এবং ভারতের উন্নয়নমূলক বেশকিছু প্রকল্পের জন্য টাকা সঞ্চয় করছে এই জ্বালানির বৃদ্ধি পাওয়া দামের থেকে। ধর্মেন্দ্র প্রধান আরও জানিয়েছেন, এই সমস্ত জ্বালানি এবং পেট্রোলিয়াম জাতীয় পদার্থের উপরে অতিরিক্ত ট্যাক্স থেকে কেন্দ্রীয় সরকার একটি ফান্ড গঠন করছে যার মাধ্যমে কেন্দ্র করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারবে। সাংবাদিকদের একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, "আমি মানছি যে, এখন পেট্রোলিয়াম পদার্থের এই বর্ধিত দামে কয়েকজনের বেশ সমস্যা হচ্ছে। কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের ইতিমধ্যেই ৩৫,০০০ কোটি টাকা খরচ হয়ে গেছে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য। তাই এই বৃদ্ধি পাওয়া দামের অতিরিক্ত ট্যাক্স থেকে টাকা সংগ্রহ করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করবে ভারতের মানুষের জন্য।"

অন্যদিকে এই বর্ধিত পেট্রোলিয়ামের দাম নিয়ে গত শুক্রবার সারাদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরোধিতা করে, ধর্মেন্দ্র প্রধান কটাক্ষ করছেন, "রাজস্থান, মহারাষ্ট্র এবং পাঞ্জাবে কেন তেলের দাম বৃদ্ধি হয়েছে? যদি রাহুল গান্ধীর মানুষকে নিয়ে চিন্তা করার বিষয় থাকে তাহলে তিনি এই ৩টি রাজ্যের মুখ্যমন্ত্রী কে জিজ্ঞেস করতে পারেন কেনো এই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা কর কমাচ্ছেননা? তিনি উদ্ধব ঠাকরেকে জিজ্ঞেস করতে পারেন তো পেট্রোলিয়াম জাত পদার্থ এর উপরে কর কমানোর জন্য?" আপনাদের জানিয়ে রাখি প্রত্যেকটি রাজ্যে তাদের নিজস্ব ভ্যাট ট্যাক্সের কমবেশির জন্য প্রত্যেকটি রাজ্যের পেট্রোলের দাম আলাদা আলাদা হয়ে থাকে। বর্তমানে ৭টি জায়গায় পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে। এই সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হল - রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং লাদাখ। এরমধ্যে রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। মধ্যপ্রদেশ এবং কর্নাটকে ক্ষমতায় রয়েছে বিজেপি। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় রয়েছে ওয়াইএসআর কংগ্রেস। তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে শিবসেনা এবং কংগ্রেস জোট। এবং লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল।