দেশ তো বটেই, দরকারে বিদেশের মাটিতে ও লড়ব : অজিত দোভল

স্পন্দন চট্টোপাধ্যায়
প্রকাশিত: 26/10/2020   শেষ আপডেট: 26/10/2020 10:48 p.m.
twitter

নাম না করে কি চীনকে হুঙ্কার? জোর জল্পনা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভল এবার নাম না করে কার্যত সতর্ক বার্তা দিলেন ভারতকে আক্রমনকারী রাষ্ট্র শক্তিদের হৃষিকেশ এর পরমার্থ নিকেতন আশ্রমে বক্তব্য রাখার সময়ে তিনি বলেন, অন্য রাষ্ট্রকে আক্রমণ করা কোনদিনই ভারতের রীতি নয়, কারণ, ভারত ধর্ম, জাতি বা অন্য কিছুর আধারে তৈরি নয়, বরং, বহুমাত্রিক সংস্কৃতিই এই দেশের প্রাণ। কিন্তু তবু জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি দরকার হয় তাহলে, নিজের ভূখন্ড তো বটেই, অন্য দেশের ভুখন্ডেও যুদ্ধ করতে হবে ভারতকে।

বেশ কয়েক মাস ধরেই ভারত - চীন সীমান্তে টানাপোড়েন চলছে দুই দেশের। দাবী - পাল্টা দাবী, দিল্লির সতর্কবার্তা এই সবকিছুর আবহে অজিত দোভলের এই বার্তাকে পরাক্ষে চীনকে হুঙ্কার বলেই মনে করছে রাজনৈতিক মহল।