অপেক্ষার অবসান : আজ থেকে শুরু দেশজুড়ে‌ টিকাকরণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/01/2021   শেষ আপডেট: 16/01/2021 9:42 a.m.

রাজ্যে ২১২ টি কেন্দ্র সমেত সারা ভারতজুড়ে ৩০০৬ টি কেন্দ্রে টিকাকরণ

অবশেষে এল‌ সেই বহু প্রতীক্ষিত দিন। হ্যাঁ, আজ শনিবার সকাল থেকেই সারা দেশজুড়ে ৩০০৬ টি স্বাস্থ্যকেন্দ্রে শুরু হচ্ছে করোনা টিকাকরণের প্রক্রিয়া যার মধ্যে বাংলার ২১২ টি কেন্দ্র নির্বাচিত হয়েছে। সকাল সাড়ে দশটা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশজুড়ে এই গণটিকাকরণের উদ্বোধন করবেন এবং বিকেল ৫ টা পর্যন্ত এই কাজ চলবে। অক্সফোর্ড কোভিশিল্ড ও ভারতীয় কোভ্যাক্সিন মূলত এই দুটিই টীকা হিসেবে প্রয়োগ হবে এবং উপযুক্ত পরিচয়পত্র সমেত নথিভুক্তির পর প্রথম ডোজ গ্রহনের আঠাশ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। ডাক্তার-নার্স সহ এদিনের নির্বাচিতরা প্রত্যেকেই প্রথম সারির কর্মী।

রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্ন থেকে একইভাবে ভার্চুয়ালি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের দিকে নজর রাখবেন। কলকাতার নির্বাচিত সাত জন চিকিৎসক এসএসকেএম ও এনআরএস হাসপাতাল থেকে নির্দিষ্ট সময়ে ভ্যাকসিন নেবেন। আজকের টিকাকরণের জন্য প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে নির্বাচিত ১০০ জন নিয়ম মেনে টিকা নেবেন। তবে সারা দেশ জুড়ে একইসাথে এই প্রক্রিয়া চলায় কোউইন অ্যাপটি সার্ভার জ্যামে পড়েছে। তাই আপাতত রেজিস্ট্রেশন নাম্বার সমেত হাতে লেখা স্লিপ দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার পর বসে কিছুক্ষণ চিকিৎসকের অবসার্ভেশনে থাকবে প্রত্যেকে, যাতে কোনো প্রকার শারীরিক সমস্যা হলে তা ততক্ষনাত রিপোর্ট করা যায়। প্রতিটি কেন্দ্রে কোনো গুজব যাতে না ছড়ায় বা ছড়ালেও কে বা কারা দায়ী তাও নোট করে রাখা হবে।