জনসংখ্যা নিয়ন্ত্রণে কড়া যোগী সরকার! দুইয়ের বেশি সন্তান থাকলে পাওয়া যাবে না সরকারি চাকরি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/07/2021   শেষ আপডেট: 10/07/2021 4:32 p.m.
-

দুইয়ের বেশি সন্তান থাকলে নির্বাচনেও অংশগ্রহণ করা যাবে না

উত্তরপ্রদেশের (Uttarpradesh) জনসংখ্যা নিয়ন্ত্রণের (Birth Control) উপায় দীর্ঘদিন ধরেই চিন্তিত ছিল যোগী সরকার। এবার জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নয়া ফর্মুলা আমল করল যোগী সরকার যা নির্বাচনের আগেই কার্যকর হতে পারে। প্রস্তাবিত আইনের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এতে বলা হয়েছে, "যাঁদের সন্তান সংখ্যা দুইয়ের বেশি তাঁরা সরকারি চাকরির (Government Jobs) জন্য আবেদন করতে পারবেন না। পাশাপাশি স্থানীয় নির্বাচনেও তাঁরা লড়াই করতে পারবে না। অন্যদিকে যাঁদের সন্তান দুই বা তার কম তাঁরা সরকারের বেশ কিছু বিশেষ সুযোগ-সুবিধা পাবে।" এই আইনের খসড়া তৈরি করেছে রাজ্যের আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এএন মিত্তল। তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। মনে করা হচ্ছে, ২০২১-৩০ সময়কালের জন্য উত্তরপ্রদেশ সরকার এই জনসংখ্যা নীতি আমল করবে।

জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য তৈরি খসড়ায় আরও বলা হয়েছে যে যাঁদের ২ এর অধিক সন্তান হবে তাঁরা মোট ৭৭ টি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবে। সরকারি চাকরিতে থাকাকালীন তৃতীয় সন্তান হলে তাদের চাকরি থেকে বের করে দেওয়া হবে এবং তারা নতুন করে কোথাও আবেদন করতে পারবে না। অন্যদিকে এই দম্পতির সন্তান সংখ্যা এক, তাঁরা বিশেষ সুযোগ-সুবিধা পাবেন। সরকারি চাকরিতে তাদের পদোন্নতি, ইনক্রিমেন্ট, সরকারি আবাসন প্রকল্প অগ্রাধিকার ইত্যাদি দেওয়া হবে। এছাড়া জল সম্পত্তি কর সহ গৃহঋণ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। এক সন্তানের মা বাবা যদি ভ্যাসেকটমি করান তাহলে তাঁদের সন্তানকে ২০ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা ও বীমা দেওয়া হবে।