আগামীকালই শুরু দিল্লিতে আনলক প্রক্রিয়া, ওড়িশায় আনলক হবে ১৭ জুন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/06/2021   শেষ আপডেট: 13/06/2021 3:25 p.m.
করোনা ভাইরাস unsplash @cdc

আগামীকাল সকাল ৫ টার পর দিল্লিতে আনলক ৩.০ শুরু হবে

করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছিল গোটা দেশবাসী। সেই সংক্রমনের গতি অবরুদ্ধ করতে দেশের একাধিক রাজ্যে লকডাউন এবং বাধা-নিষেধ জারি করা হয়েছিল। সম্প্রতি অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণের হার। এই পরিস্থিতিতে দেশের রাজধানী দিল্লির আপ সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে আগামীকাল সকাল ৫ টার পর থেকে লকডাউন উঠে যাবে। আগের তুলনায় অনেক ধরনের জায়গা খুলে যাবে এবং কিছু কিছু জায়গা বন্ধ থাকবে। জানা গিয়েছে, দিল্লিতে স্কুল, কলেজ, কোচিং ইত্যাদি বন্ধ থাকবে। এছাড়া কোনরকম সোশ্যাল, পলিটিকাল জনসমাগম করা যাবে না। সুইমিং পুল, স্টেডিয়াম, স্পোর্টস কমপ্লেক্স, সিনেমা থিয়েটার, মাল্টিপ্লেক্স ইত্যাদি বন্ধ রাখা হবে। আগামীকাল থেকে প্রাথমিকভাবে ৫০ শতাংশ খদ্দের নিয়ে রেস্টুরেন্ট খুলবে। তারপর আগামী এক সপ্তাহ সংক্রমণের ধারা দেখার পর রেস্টুরেন্ট খোলা থাকবে না বন্ধ হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ শনিবার দিল্লিতে মাত্র ২১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে দিল্লির পাশাপাশি ওড়িশা আগামী ১৭ জুন থেকে আনলক প্রক্রিয়া শুরু করতে চলেছে। ওড়িশায় প্রথম ৫ মে লকডাউন শুরু হয়েছিল ১৪ তারিখ পর্যন্ত। তারপর তা বাড়িয়ে ১ জুন করা হয় এবং তারপর আবার তা বাড়িয়ে ১৭ জুন করা হয়। জানা গিয়েছে ওড়িশা সরকার লো টেস্ট পজিটিভিটি রেট অনুযায়ী জেলাগুলিকে ভাগ করেছে। যে সমস্ত জেলায় পজিটিভিটি রেট ৫ শতাংশের কম সেখানে আনলক প্রক্রিয়ায় বেশি ছাড় পাওয়া যাবে। যে সমস্ত জায়গায় পজিটিভিটি রেট ৫-১০ শতাংশের মধ্যে তাদের কম ছাড় মিলবে এবং সংক্রমণ কমানোর উপায় খোঁজা হবে। ওড়িশার গ্যাঞ্জাম, সোনেপুর, দেওঘর, সম্বলপুর, বালানগির, গজপতি ইত্যাদি জায়গায় পজিটিভ রেট ৫ শতাংশের কম আছে।