কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে কৃষি আন্দোলনকে সমর্থন রাষ্ট্রসঙ্ঘের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/02/2021   শেষ আপডেট: 07/02/2021 8:22 a.m.
~

রাষ্ট্রসংঘ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, "কৃষি আইন বিরোধী আন্দোলন প্রশাসন এবং প্রতিবাদী সংগঠন কে সংযত থাকতে হবে

প্রায় দুই মাসের বেশি হয়ে গেল দিল্লি দুর্গ এখনো পর্যন্ত অবরুদ্ধ হয়ে রয়েছে কৃষকদের আন্দোলনের দরুন। কেন্দ্রের কৃষি আইন এর বিরুদ্ধে চাষীদের আন্দোলন রীতিমতো উদ্বেগে আছে মোদি সরকার। আর এবারে কৃষকদের পাশে দাঁড়ালো রাষ্ট্রসংঘ। ফলে আরও বেশ কিছুটা চাপে পড়ে গেল কেন্দ্রীয় সরকার। ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকার এবং আন্দোলনরত কৃষকরা যেন সংযত থাকেন। ঘরে কেন্দ্রের ওপরে বিরোধীরা লাগাতার চাপ বাড়াচ্ছে তার মধ্যে লালকেল্লায় দিল্লি সীমান্তে জোরদার প্রতিবাদ শুরু করেছেন ভারতের কৃষকরা। তার মধ্যে আবার রাষ্ট্রসংঘ কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছে। ফলে বর্তমানে কৃষক আন্দোলন নিয়ে প্রচণ্ড চাপে মোদি সরকার।

রাষ্ট্রসংঘ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, "কৃষি আইন বিরোধী আন্দোলন প্রশাসন এবং প্রতিবাদী সংগঠন কে সংযত থাকতে হবে। অফ্লাইন এবং অনলাইন যেকোনো জায়গায় শান্তিপূর্ণ জমায়েত করা হবে। প্রতিবাদের অধিকার সবসময় সুরক্ষিত থাকা উচিত। সবার মানবাধিকার কে সম্মান জানিয়ে সমস্যার সমাধান করা উচিত।" উল্লেখ্য, রিহানা, গ্রেটা থুনবার্গ সহ অনেকেই কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন। অন্যদিকে আবার আমেরিকা-ভারতের পাশে দাঁড়িয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, এটি একটি উন্নত গণতন্ত্রের পরিচয়। পাশাপাশি কৃষি আন্দোলনকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছে ওয়াশিংটন। আমেরিকার বাইডেন প্রশাসন পরিষ্কার করে দিয়েছে, কেন্দ্র কৃষি আইন নিয়ে যে নয়া পদক্ষেপ গ্রহণ করেছে তার থেকে দেশীয় বাজার অনেকটা উপকৃত হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগের পথ তৈরি করবে এই নতুন পদক্ষেপ।