এলওসি পেরিয়ে ভুলবশত ভারতে ঢুকে পড়া দুই পাক কিশোরীকে ফেরত পাঠালো ভারতীয় সেনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/12/2020   শেষ আপডেট: 07/12/2020 6:24 p.m.
twitter @Ani

ফুল, মিষ্টি এবং বিভিন্ন উপহার সামগ্রী সহ ওই দুজন কিশোরীকে পাকসেনার হাতে তুলে দেওয়া হয়।

রবিবার ভুলবশত এলওসি পেরিয়ে ভারতের সীমানায় ঢুকে পড়েছিল পাকিস্তানের দুই কিশোরী। আজ ভারতীয় সেনারা ওই দুই কিশোরীকে ফুল ,মিষ্টি, উপহার সহ পাক সেনার হাতে তুলে দিল। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা এই দুই কিশোরীকে রবিবার সকালে ভারতীয় সীমানায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরা ফেরা করতে দেখে সীমান্তরক্ষী বাহিনীরা তাদের দুজনকে আটক করে।

জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই দুজন আসলে সম্পর্কে দুই বোন। তাদের বাড়ি কাশ্মীরের Pok খাউটা তহসিলে। একজনের নাম লাবিয়া জুবায়ের এবং অপর জনের নাম সানা জুবায়ের। সোমবার অর্থাৎ আজ চাকান দে বাগ ক্রসিংয়ে পাকিস্তানের সেনা ও বিভিন্ন প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে বিভিন্ন উপহার সামগ্রী সহ পাকিস্তানের হাতে তুলে দেয় ভারতীয় সেনা।