‘ভারতীয়দের জন্য অত্যন্ত যন্ত্রণার সময় , অর্থনীতি ২০১৯-এরও নিচে’ : অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/12/2021   শেষ আপডেট: 06/12/2021 4:34 p.m.
By Financial Times - Flickr: FT Goldman Sachs Business Book of the Year Award 2011, CC BY 2.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=83082331

আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ

কোভিড (COVID-19) পরবর্তী ভারতের সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee)। ভারতীয়দের দুর্দশার প্রসঙ্গ তুলে তিনি বললেন, ভারতের মানুষজন অত্যন্ত যন্ত্রণায় রয়েছে। জানালেন, ভারতের বর্তমান অর্থনীতি এখনও ২০১৯ সালের ভারতীয় অর্থনীতির (Indian Economy) তুলনায় অনেক নিচে রয়েছে। ক্ষুদ্র প্রত্যাশা দেখা মানুষদের প্রত্যাশা ক্ষুদ্রতর হয়ে গেছে।

শনিবার গুজরাটের (Gujarat) আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়ের (Ahmedabad University) ১১তম সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সমাবর্তন অনুষ্ঠানটিও অনলাইনেই উদযাপিত হচ্ছিল। সেখানেই ভারতের শোচনীয় পরিস্থিতি তুলে ধরেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ।

সমাবর্তনে উপস্থিত ছাত্র-ছাত্রীদের কাছে তিনি সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের (West Bengal) গ্রাম্য এলাকায় তাঁর সফর পরবর্তী পর্যবেক্ষণ তুলে ধরেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা এমন স্থানে আছো যেখান থেকে তোমরা ফেরত দিতে পার। সমাজ বাস্তবেই তোমাদের চায়। আমরা ভারতীয়রা অত্যন্ত যন্ত্রণাদায়ী সময়ের মধ্যে রয়েছি’।

গ্রামবাংলায় নিজের পর্যবেক্ষণ নিয়ে তিনি বলেন, ‘আমি সম্প্রতি বেশ কিছু সময় গ্রাম্য পশ্চিমবঙ্গে কাটিয়েছি এবং আমি দেখেছি, ছোটো ছোটো প্রত্যাশাগুলি আরও ছোটো হয়ে গেছে’। ভারতীয় অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়েও বলতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, বর্তমান ভারতীয় অর্থনীতি এখনও ২০১৯ সালের ভারতীয় অর্থনীতির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। যদিও আমরা জানি না, সেটি ঠিক কতটা পিছিয়ে রয়েছে তবে তা যে বেশ অনেকটাই সে বিষয়ে কোনও সন্দেহ নেই’।

শনিবার উদযাপিত এই সমাবর্তন অনুষ্ঠানে হাজির ছিলেন আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়ের ৮৩৩ জন ছাত্র-ছাত্রী। তাঁদের মধ্যে ৪ জন ডক্টরেট ছাত্র-ছাত্রীও ছিলেন। তাঁদের প্রত্যেককেই অনলাইনে ডিগ্রী প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।