"গ্রেপ্তার করা কৃষকদের ছাড়তে হবে", হরিয়ানার থানার বাইরে বিক্ষোভ কৃষক নেতা টিকাইতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/06/2021   শেষ আপডেট: 06/06/2021 5:14 p.m.
তোহনায় কৃষক নেতা টিকাইত twitter.com/RakeshTikaitBKU

বিধায়ক দেবেন্দ্র সিং বাবলি ক্ষমা চেয়ে নিয়েছেন কৃষক সংগঠনের কাছে

করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ের মাঝেও কেন্দ্রের বিরুদ্ধে চলছে কৃষক আন্দোলন (Farmer Protest)। মোট ৪০ টি কৃষক সংগঠন এর সংযুক্ত কিষান মোর্চা আগেই কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ৬ মাস কালা দিবস পালনের ডাক দিয়েছিল। দেশের মধ্যে ১২ টি বিরোধী রাজনৈতিক দল এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে। দেশের ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষক আন্দোলনের সমর্থনে সই করেছেন। এরই মধ্যে গত মঙ্গলবার কেন্দ্রের কৃষি আইন এর বিরোধিতায় হরিয়ানার (Haryana) তোহানায় সংযুক্ত কিষান মোর্চার সমর্থক কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করছিল। এর মাঝে সেখানে উপস্থিত হন বিজেপির জোটসঙ্গী জেজেপি দলের নেতা দেবেন্দ্র সিং বাবলি (Debendra Singh Babli)। সেখানে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ করলে বিক্ষোভরত কৃষকদের সাথে তার বচসা শুরু হয়। শেষ পর্যন্ত বিধায়কের বাড়ির সামনে গিয়ে কৃষকরা বিক্ষোভ দেখালেন তিনজন কৃষককে গ্রেপ্তার করে পুলিশ।

তবে এবার এই ঘটনার রাশ ধরতে আসরে নেমেছেন কৃষক নেতা রাকেশ টিকাইত ও গুরনাম সিং চাঁদুনি। তাঁরা সংযুক্ত মোর্চার ব্যানার নিয়ে তোহনা থানার সামনে বিক্ষোভ দেখান। গ্রেপ্তার করা কৃষকদের ছেড়ে না দিলে বৃহত্তর বিক্ষোভের হুঁশিয়ারি দেন তারা। এতেই বিক্ষোভ করে কৃষকদের সাথে বৈঠক করতে রাজি হন দেবেন্দ্র সিং। তিনি তারপর বলেছেন, "গত ১ জুন যা ঘটনা ঘটেছিল তাতে জড়িত সকলকে আমি ক্ষমা করে দিচ্ছি। জনপ্রতিনিধি হিসেবে আমি যে খারাপ ভাষা ব্যবহার করেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।" কিন্তু গতকাল অব্দি গ্রেপ্তার করা কৃষক নেতাদের এখনও ছাড়েনি পুলিশ। এতেই কৃষক নেতা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে পুলিশকে নয়তো গ্রেপ্তার করা কৃষকদের ছাড়তে হবে বা তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে।