কাশ্মীরে ফের গুলির লড়াই, ভারতসেনার বিক্রমে খতম তিন জঙ্গি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/06/2021   শেষ আপডেট: 21/06/2021 9:08 a.m.
ভারতীয় সেনা instagram @crpf_india

এদের মধ্যে লস্কর-ই-তৈবার শীর্ষ নেতৃত্বও ছিল

আরও একবার গোলাগুলির ভয়াবহতায় কেঁপে উঠলো কাশ্মীর। গতরাতে ভারতীয় সেনাবাহিনীর সাথে পাক জঙ্গিগোষ্ঠীর গুলির লড়াইয়ে ভারতসেনার বীর বিক্রমে নিকেশ হল তিন জঙ্গি, যাদের মধ্যে একজন ছিলেন লস্কর-ই-তৈবার শীর্ষ নেতৃত্ব, এমনটাই খবর জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে।

ঠিক কি ঘটেছিল? জানা গেছে সোপোরের গোপন ডেরায় আশ্রয় নিয়ে হামলা চালানোর ছক কষছিল লস্কর শীর্ষ নেতা সহ বাকি জঙ্গিরা। গত ১২ই জুন জঙ্গিগোষ্ঠী কাশ্মীর-পুলিশের ওপর হামলা চালায়। সেই রেশ ধরেই এদিন গোপনে অভিযানে নামে সিআরপিএফ, সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। চিহ্নিত করতে পেরেই শুরু হয় গুলির লড়াই। লস্করপ্রধাণ ও আরও দুই জঙ্গির নিকেশ হওয়ার কথা সরকারিভাবে জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ই জুন বারামুলার সোপোরের আরামপোরা গ্রামে গ্রেনেড হামলা চালায় দুষ্কৃতীরা। ওই ঘটনায় ৩ জন পুলিশকর্মী, ২ জন কাউন্সিলর এবং ২ জন সাধারণ মানুষ প্রাণ হারান। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইট করে এই ঘটনার নিন্দা করেন। ঘটনার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন জম্মু- কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও।