ভারতের এই গ্রামটিতে এখনো কেউ আক্রান্ত হননি করোনায়, জানুন কিভাবে অসম্ভবকে সম্ভব করলেন তারা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/05/2021   শেষ আপডেট: 24/05/2021 8:36 a.m.

করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের কাহিনী দেখে নিন তাদের বয়ানে

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে একেবারে বেসামাল হয়ে গিয়েছে গোটা দেশ। বহু রাজ্য বর্তমানে লকডাউনের পথে হেঁটেছে। তার সাথেই, জারি করা হয়েছে বিভিন্ন করোনা সতর্কতা বিধি। প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ, কিভাবে পরিস্থিতি সামলানো যায়। তার মধ্যেই এবারে উড়িষ্যার একটি গ্রাম সারাদেশের কাছে একটি মডেল হয়ে সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই গ্রামে নাকি গত দু'বছর ধরে একবারের জন্যেও করোনা ঢুকতে পারেনি। অর্থাৎ এই গ্রামের একজনও করোনা আক্রান্ত হননি। ব্যাপারটা শুনতে সত্যিই অবিশ্বাস্য মনে হলেও উড়িষ্যা রাজ্যের গঞ্জম এলাকার করনযারা নামক গ্রামটির বাসিন্দারা সত্যিই এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। ২৬১ পরিবার এবং ১,২৩৪ জন মানুষ নিয়ে এই গ্রামটি গঠিত। তবে এখনো পর্যন্ত নাকি এই গ্রামের কোন বাসিন্দা একবারের জন্যেও করোনা আক্রান্ত হয়নি। তাদের দাবি এমনকি কারো শরীরে করোনার লক্ষণ দেখা যায়নি।

কিন্তু এই অসম্ভবকে কিভাবে সম্ভব করতে পারলেন এই গ্রামের বাসিন্দারা? এই বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলাশাসক বিজয় কুলাঙ্গে ওই গ্রামে গিয়ে অনেকের সাথে কথা বলে জানতে পারেন তারা সকলেই করোনাভাইরাস এর সমস্ত সর্তকতা মেনে চলেছেন। তিনি জানিয়েছেন, "ওই গ্রামে সকলেই করোনা ভাইরাসের ব্যাপারে অত্যন্ত সচেতন। শিশু থেকে বয়স্ক সকলেই সব সময় মাস্ক পরেন। তার সাথেই তারা খুব প্রয়োজন না পড়লে বের হতে চান না বাড়ি থেকে। যদি কোনদিন বের হতে হয় তাহলেও তারা সামাজিক দূরত্ব বজায় রাখেন।" গত এক বছরের বেশি সময় ধরে ওই গ্রামে কোনো রকম বিয়ে বা কোন অনুষ্ঠান করা হয়নি। যে সমস্ত শ্রমিক কাজের জন্য মুম্বাই গিয়েছিলেন, তাদের মধ্যে যারা ফিরে এসেছেন তারা নিজেদের কোয়ারেন্টাইন রেখেছেন। তার পরেই তারা গ্রামে প্রবেশ করেছেন। এতকিছু কষ্টসাধ্য করার পরে এই গ্রাম সারা দেশের মধ্যে তৈরি করেছে একটা নজির। কারণ এই গ্রামে এখনো পর্যন্ত একজনও করোনা ভাইরাসে কিন্তু আক্রান্ত নন।