মহারাষ্ট্রে ১ মাসেই করোনা আক্রান্ত ৮,০০০ শিশু, তৃতীয় ঢেউয়ের ওয়ার্ণিং?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/05/2021   শেষ আপডেট: 31/05/2021 7:07 a.m.

বিশেষজ্ঞরা বলছেন আগামী জুলাই অথবা আগস্ট মাসে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ভারতে আসছে

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এখনো পর্যন্ত গেলোনা, তার মধ্যেই এবার এসে হাজির করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ। মহারাষ্ট্রের আহমেদনগর এলাকায় ইতিমধ্যেই মে মাসে ৮,০০০ জন শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংখ্যাটা দিন প্রতিদিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ ঠেকাতে গ্রহণ করতে শুরু করেছে বেশ কিছু পদক্ষেপ। ইতিমধ্যেই মহারাষ্ট্রের সংগ্লি জেলায় করোনা আক্রান্তদের জন্য একটি আলাদা স্পেশাল ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখানে ইতিমধ্যেই ৫ জনের চিকিৎসা শুরু করা হয়েছে। এই জেলার কর্পোরেটর অভিজিৎ ভোঁসলে বললেন, "আমরা ইতিমধ্যেই শিশুদের জন্য একটি করোনাভাইরাস ওয়ার্ড তৈরি করে ফেলেছি। যদি ভারতে তৃতীয় ঢেউ আসে তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। তাই তাদের সুরক্ষা আগে প্রয়োজন। বাচ্চারা যাতে কখনোই এটা মনে না করে যে তারা হাসপাতলে আছে তার জন্য আমরা আলাদা করে ব্যবস্থা গ্রহণ করছি।"

ইতিমধ্যে মহারাষ্ট্রের একটি জেলায় এই মাসে ৮,০০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে আছে বেশ কিছু শিশু এবং কিছু টিনেজার। এই বিষয়টি ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মহারাষ্ট্র সরকার শিশু বিশেষজ্ঞদের সহায়তায় একটি বিশেষ কমিটি তৈরি করার চেষ্টা করছে যার মাধ্যমে শিশুদের করোনা থেকে আটকানো সম্ভব হয়। সম্ভবত জুলাই মাসের শেষের দিকে কিংবা আগস্ট মাসে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আসতে চলেছে ভারতে। এতে সবথেকে বেশি আক্রান্ত হবেন শিশুরা। এই মুহূর্তে শিশুদের প্রাধান্য দেওয়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর সময় আছে দুই মাসের, তাই সমস্ত ব্যবস্থা আগেই গ্রহণ করতে হবে। প্রসঙ্গত, মহারাষ্ট্র যেহেতু একটু ভিড় এলাকা, তাই এখানে করোনা আক্রমণ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তাই প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করে দিয়েছে মহারাষ্ট্র সরকার