"ফোন করলে আলোচনার পথ এখনো খোলা আছে", সর্বদলীয় বৈঠক থেকে কৃষকদের বার্তা মোদির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/01/2021   শেষ আপডেট: 30/01/2021 4:59 p.m.
-

সুদীপ বন্দ্যোপাধ্যায় সর্বদল বৈঠকে কৃষি আইন বাতিলের নিঃশর্ত দাবি করলেন

কৃষি আন্দোলন যত দিন যাচ্ছে ততই বড় আকার ধারণ করছে। তার মধ্যে সাধারণতন্ত্র দিবস রাজধানীতে কৃষক আন্দোলনের বিক্ষোভ রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় নেতাদের। এবার আজ অর্থাৎ শনিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠক জানালেন, কৃষক নেতারা একটা ফোন করলেই আবার আলোচনা শুরু হবে। কৃষকদের জন্য আলোচনার পথ খোলা রয়েছে। আগের মত কৃষি আইন সাময়িকভাবে স্থগিত করতে প্রস্তুত সরকার। আসলে বাজেট অধিবেশনের আগেই সর্বদলীয় বৈঠকে ১৯ টি দল কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ বয়কট করেছিল। তাই আজ বিরোধী দলের সাথে সর্বদলীয় বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। তিনি সেই বৈঠক থেকেই কৃষকদের স্পষ্ট বার্তা দেন, "আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করতে হবে। দেশের কথা ভাবতে হবে সকলকেই।"

অন্যদিকে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠক কৃষি আইনের বিরোধিতা করে কেন্দ্র সরকারের ওপর তোপ দাগলেন তৃণমূলের সংসদ তথা লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সর্বদল বৈঠকে বলেন, "দেশের সামনে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কৃষি আইন। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে যত দ্রুত সম্ভব সদর্থক ভূমিকা নিতে হবে।" সেই সাথে তিনি জানান, "তিনি রাষ্ট্রপতি ভাষনের সমালোচনা করতে চান না। তবে যখন ২০ টি দল কোন একটি বিষয়ে বিরোধিতা করছে তখন সরকারের তা বিবেচনা করা উচিত। তৃণমূল নিঃশর্তে এই আইন বাতিল করতে চায়।"