বছরের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার সম্ভাবনা, চিন্তার ভাঁজ আমজনতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/01/2022   শেষ আপডেট: 02/01/2022 8:43 a.m.
প্রতীকী ছবি

দাম বাড়তে চলেছে গাড়ির, জুতো থেকে চপ্পলের, বাড়ছে এটিএম থেকে টাকা তোলার খরচ

নতুন বছরের শুরুতেই আমজনতার কাছে দুঃসংবাদ! প্রতিদিনের ব্যবহারিক জিনিসপত্র, বৈদ্যুতিন যন্ত্রপাতি, গাড়ি প্রভৃতির দাম বাড়ার সম্ভাবনা দিয়েই শুরু হচ্ছে নতুন বছর। দাম বেড়েছে বিভিন্ন কাঁচামালের ফলে ব্যাপক দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে প্রায় সবক্ষেত্রেই। শেষ জিএসটির বৈঠকে পোশাক তৈরির খরচ বাড়লেও দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে, কিন্তু কতদিন তা স্থগিত থাকবে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন একাংশ।

কী কী ক্ষেত্রে দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে? ওয়াকিবহাল মহলের একাংশ বলছেন, রোজকার ব্যবহার্য জিনিসপত্র যেমন জুতো, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এসি, গাড়ি, ওলা-উবেরের মতো পরিষেবা সবক্ষেত্রেই দাম বাড়ার সম্ভাবনা। গাড়ির দাম বৃদ্ধি হয়েছিল কয়েক মাস আগেই, ফের দাম বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এমন দাম বাড়ার কারণ কী? বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কাঁচামালের দাম কমছে না। বরং বিশ্ববাজারে ক্রমাগত বাড়ছে কাঁচামালের দাম। বৈদ্যুতিন পণ্য তৈরির কাঁচামাল ইস্পাত, অ্যালুমিনিয়ন, প্লাস্টিকের মতো পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি এইসব কাঁচামাল বহনের খরচও বেড়েছে। সব মিলিয়ে জিনিসপত্রের দাম বাড়ার ফলে কমতে পারে বিক্রিবাটা। তারপরও দাম বাড়ানোর পথে হাঁটতে চলেছে বিভিন্ন সংস্থাগুলি বলে সূত্রের খবর।

এদিকে দাম বাড়ার বিষয়টি প্রকাশ্যে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধী দলগুলি। দাম বৃদ্ধির জন্য কংগ্রেস মোদী সরকারের ভ্রান্ত নীতিকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন। পাশাপাশি বছরের শুরু থেকে এটিএম থেকে টাকা খরচ বাড়তে চলেছে। প্রতি মাসে বিনামূল্যে সর্বোচ্চ টাকা তোলার সীমা অতিক্রমের পর এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়তে চলেছে। ফলে বছরের শুরুতেই আমজনতার কাছে গোটা বিষয়টি অত্যন্ত দুশ্চিন্তার।