কোভিডে দৈনিক চিকিৎসক মৃত্যু ৫০, অতি উদ্বেগজনক পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/05/2021   শেষ আপডেট: 18/05/2021 9:49 a.m.

করোনার প্রথম ঢেউয়ে বলি হয়েছিলেন ৭৩০ জন চিকিৎসক, দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত ২৪৪ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন

কোভিড লড়াইয়ে তাঁরাই প্রথম সারিতে রয়েছেন। কখনও পিপিই কিট পরে ২৪ ঘণ্টা ডিউটি করে ঘর্মাক্ত চেহারার ছবি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হতে দেখেছি। আবার কখনও নিজেদের খুশি রাখতে কিংবা রোগীদের বা সহ-যোদ্ধাদের খুশি করতে গানের সঙ্গে নাচতে দেখেছি। কোভিড যুদ্ধের প্রথম সারিতে থাকা চিকিৎসকরা আজ নিজেদের জীবন বাজি রেখে দিনরাত এক করে মানুষের সেবায় নিয়োজিত।

দেশের করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তে দৈনিক মৃত্যুর ঘটনা অতি উদ্বেগজনক। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৫০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সংখ্যাটি দেখে আতঙ্কিত হওয়ার মতো। এই ধারা চলতে থাকলে দেশজুড়ে করোনার প্রথম সারির যোদ্ধা চিকিৎসক সংকট অনিবার্য। এমন অবস্থায় দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন একাংশ।

আইএমএ-র তথ্য অনুযায়ী, করোনার প্রথম ঢেউয়ে ৭৩০ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৪৪ জন চিকিৎসক। তার গত ২৪ ঘণ্টায় ৫০ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। দেশের মধ্যে বিহারে চিকিৎসক মৃত্যুর হার তুলনায় বেশি। আইএমএ-র পরিসংখ্যান অনুযায়ী বিহারে এখনও পর্যন্ত ৬৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়। উত্তরপ্রদেশের ৩৪ জন চিকিৎসক কোভিডে মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী দিল্লিতে প্রাণ হারিয়েছেন ২৭ জন চিকিৎসক।

করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক হয়ে উঠেছে। একে রুখতে হলে যত দ্রুত সম্ভব প্রতিষেধক নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কোভিডের লড়াইয়ে যাঁরা প্রথম সারিতে থেকে লড়াই চালাচ্ছেন, তাঁদের আগে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ করতে হবে। দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে এঁদের মৃত্যু অতি দুর্ভাগ্যজনক বলছেন ওয়াকিবহাল মহল।