"প্রধানমন্ত্রী প্রথমে করোনা ভ্যাকসিন নিক", দাবি তেজপ্রতাপ যাদবের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/01/2021   শেষ আপডেট: 08/01/2021 6:24 p.m.
By Prime Minister's Office - This file or its source was published by Press Information Bureau on behalf of Prime Minister's Office, Government of India under the ID 147385 and CNR 133805. (direct link)This tag does not indicate the copyright status of the attached work. A normal copyright tag is still required. See Commons:Licensing.العربيَّة ∙ English ∙ polski ∙ македонски ∙ বাংলা ∙ മല

বিরোধীপক্ষরা বারংবার ভারতীয় করোনা ভ্যাকসিন আদেও সুরক্ষিত নাকি সেই নিয়ে প্রশ্ন তুলছে

গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে অতিষ্ঠ হয়ে আছে বিশ্ব তথা দেশের সমস্ত মানুষ। কিন্তু সম্প্রতি ভারতে করোনার ভ্যাকসিন তৈরি হয়ে যাওয়ায় কিছুটা হলেও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। তবে এর মাঝেও করোনা ভ্যাকসিনে লেগেছে রাজনৈতিক তরজা। এবার আরজেডি নেতা তেজপ্রতাপ যাদব জানিয়েছেন, "আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার ভ্যাকসিন নিক। তারপর আমরাও নেব।" আসলে বিরোধীরা ভারতীয় করোনা ভ্যাকসিন আদেও সুরক্ষিত নাকি সেই নিয়ে বারংবার প্রশ্ন তুলছে। তাদের মতে সরকার তাড়াহুড়ো করে তৃতীয় দফার ট্রায়ালের আগেই বাজারে নিয়ে আসতে চলেছে টিকা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়ে যাবে টিকাকরণ। কিন্তু এর মধ্যেই একাধিক বিরোধীপক্ষ করোনা ভ্যাকসিন নেওয়াটা সুরক্ষিত নয় বলে দাবি করেছে। কিছুদিন আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব নতুন করণা ভ্যাকসিনকে "বিজেপির ভ্যাকসিন"বলে কটাক্ষ করেছিলেন। এছাড়াও বিহার কংগ্রেস নেতা অজিত শর্মা দাবি করেছেন, "নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা আগে ভ্যাকসিন নিলে দেশবাসীর আত্মবিশ্বাস বাড়বে।"