কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের পাশে দাঁড়ালেন মহাত্মা গান্ধীর নাতনি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/02/2021   শেষ আপডেট: 14/02/2021 12:54 p.m.
তারা গান্ধী ভট্টাচার্য ~ Twitter

রাজনৈতিকভাবে নয়, অন্নদাতাদের পাশে দাঁড়াতে এসেছি : তারা গান্ধী ভট্টাচার্য

এবার কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের পাশে এসে দাঁড়ালেন মহাত্মা গান্ধীর নাতনি তথা ন্যাশনাল গান্ধী মিউজিয়ামের চেয়ারপারসন তারা গান্ধী ভট্টাচার্য। গতকালই দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তবর্তী গাজীপুরে গিয়ে আন্দোলনকারীদের সাথে দেখা করেন, কথা বলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ তিকাইতের সাথে। তাদের আন্দোলনকে সমর্থন জানান তিনি।

ওই স্থানে হাজির হয়ে তিনি ঘোষণা করেন, কোনো রাজনৈতিক কাজের অংশ হয়ে এখানে আসেননি তিনি। আরও বলেন, "সারা জীবন জুড়ে আমাদের মুখে অন্ন তুলে দেওয়া কৃষকদের পাশে দাঁড়াতে এসেছি।" কেন্দ্রীয় সিদ্ধান্ত যাই হোক না কেন, তা কৃষক স্বার্থ বিরোধী হবেনা, আশা করছেন তারা গান্ধী। কৃষকদের পরিশ্রম আমাদের অজানা নয় তাই তাদের কল্যাণেই দেশের কল্যাণ, আরও বললেন তিনি। ১৮৫৭ র মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের উদাহরণ তুলে বলেন সেটিরও সূচনা এই উত্তরপ্রদেশের মাটিতেই। "আন্দোলনের কারণটি একটি সত্যনিষ্ঠ কারণ আর এই সত্যের পাশে আমি আগেও ছিলাম ও এখনও আছি", বলেন তারা। প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় ও আন্তর্জাতিক মহল থেকে নানান প্রতিক্রিয়ার পরেও কৃষক-কেন্দ্র সমস্যার সমাধান এখনো অধরা।