হিজাব মামলার পরবর্তী শুনানি ২ দিন পর, জানাল শীর্ষ আদালত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/09/2022   শেষ আপডেট: 05/09/2022 5:44 p.m.

বিচারপতি হেমন্ত গুপ্তা এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব (Hijab) পরিধান সম্পর্কিত মামলার শুনানির তারিখ এগিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme court)। কর্ণাটক হাইকোর্টের (Karnataka Highcourt) আগামী শুনানি হতে চলেছে বুধবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর। বিচারপতি হেমন্ত গুপ্তা এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের তরফে নির্নীত হয়েছে বিষয়টি।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের শুরুতে উদিপির একটি কলেজে ছাত্রীদের হিজাব পরে স্কুলে যাওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। ক্লাসে ঢুকতে না পারায় ছাত্রীরা গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। পরে সমস্যা আরও বেড়ে যায়। কলেজেরই কিছু ছাত্র গেরুয়া স্কার্ফ পরে এক মুসলিম ছাত্রীকে ঘিরে স্লোগান দিতে শুরু করে। অবস্থা অবনতি ঘটলে এনিয়ে মামলা হয় কর্ণাটক হাইকোর্টে।

এরপর কর্ণাটক হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ ঘোষণা করার পর ওই রায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল ছাত্রীদের মধ্যে। যার জেরে ছাত্রীদের তরফে একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয় সুপ্রিম কোর্টে। সেইমর্মেই এগোচ্ছে মামলা। আগামী শুনানিতে কি রায় দেয় শীর্ষ আদালত, সেই দিকেই চোখ থাকবে সকলের।