‘যেভাবেই হোক রক্ষা করতে হবে লখিমপুর কান্ডের সাক্ষীকে’, উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/03/2022   শেষ আপডেট: 16/03/2022 12:18 p.m.
Supreme Court of India By Subhashish Panigrahi - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=84

পাশাপাশি মূল অভিযুক্ত মন্ত্রীপুত্রকে জামিন মঞ্জুর করার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনেরও প্রতিক্রিয়া উত্তরপ্রদেশ সরকারের কাছে চেয়েছে সুপ্রিম কোর্ট

‘লখিমপুর খেরি (Lakhimpur Kheri) কান্ডের সাক্ষীকে যেভাবেই হোক রক্ষা করতে হবে’, বুধবার উত্তরপ্রদেশ সরকারকে এমনটাই নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না(N V Ramanna)। পাশাপাশি মূল অভিযুক্ত, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে জামিন মঞ্জুর করার ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনেরও প্রতিক্রিয়া উত্তরপ্রদেশ সরকারের কাছে চেয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ২৪ মার্চ হবে মামলার পরবর্তী শুনানি।

সূত্রের খবর, মঙ্গলবার কৃষক পক্ষের উকিল প্রশান্ত ভূষণ আদালতে জানান, লক্ষ্মীপুর খেরি মামলার প্রধান সাক্ষীদের মধ্যে একজনের উপর হামলা হয়েছে। তার উত্তরেই এহেন নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

উল্লেখ্য, ১০ই ফেব্রুয়ারি এলাহাবাদ হাইকোর্টের একক বিচারকের বেঞ্চ অজয় মিশ্রকে জামিন দিয়েছিল। এরপরেই অভিযুক্তের জামিনের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের আবেদন জানান তিন নিহত কৃষকদের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি ছিল, ‘এই রায় আইনের দৃষ্টিতে টেকসই নয়। কারণ, এবিষয়ে আদালতে রাষ্ট্রের দ্বারা কোন অর্থবহ এবং কার্যকরী সহায়তা করা হয়নি’।

গত বছরের ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের শান্তিপূর্ণ মিছিলের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। ঘটনায় মৃত্যু হয় আট কৃষকের। ঘটনাকে কেন্দ্র করে সে সময় তোলপাড় হয়েছিল ভারতের রাজনীতি।