শেষমেষ আলাপন মামলার নিষ্পত্তির স্থান দিল্লী ই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/01/2022   শেষ আপডেট: 07/01/2022 7:06 p.m.
আলাপন বন্দ্যোপাধ্যায় - youtube.com/channel/UCoCfEDVdnPRf4tf9ED4qyMA

আলাপন বন্দ্যোপাধ্যায় মামলা সম্পর্কিত হাইকোর্টের রায় বাতিল সুপ্রিম কোর্টের

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনভঙ্গের চলমান মামলাকে CAT (Central administrative tribunal) দিল্লীতে প্রেরণের নির্দেশ দিলে কলকাতা হাইকোর্ট সেই কেস ট্রান্সফারের বিরুদ্ধে রায় জানায়, গত বৃহস্পতিবার সেই হাইকোর্টের রায়কে বাতিল করল সুপ্রিম কোর্ট। এই কেস এ সুপ্রিমকোর্টের বিচারপতি ছিলেন জাস্টিস এ এম খানওয়ালকের ও জাস্টিস সি টি রবি কুমার।

ঘটনার সূত্রপাত ২০২১ সালে যখন আলাপন বন্দ্যোপাধ্যায় কে যশ নামক ঝড়ের সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তলব করা হয় নরেন্দ্র মোদীর সাথে একটি মিটিংয়ে যোগ দিতে, তাতে যোগ না দেওয়ায় তার বিরুদ্ধে শো-কজ জারি করা হয় Disaster Management Act অনুসারে। তার বিরুদ্ধে CAT তে আবেদন করেন আলাপন বন্দ্যোপাধ্যায়, তখনই CAT মামলাটিকে দিল্লী স্থানান্তরিত করতে বলায় হাইকোর্ট উপরিউক্ত রায় দেয়।