আইএএস পরীক্ষার্থীর জন্য বিনামূল্যে কোচিং সেন্টার চালু করলেন সনু সুদ, দেখুন কিভাবে করবেন আবেদন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/06/2021   শেষ আপডেট: 13/06/2021 9:07 p.m.
instagram.com/sonu_sood

বিস্তারিত পদ্ধতিতে জেনে নিন কিভাবে সনু সুদ এর এই নতুন কোচিং সেন্টারে নিজেকে নথিভুক্ত করতে পারবেন

রিল লাইফে ভিলেন হলেও রিয়েল লাইফে তিনি একদম হিরো। যখন গতবছর করোনা ভাইরাসের কারণে দেশে ত্রাহি ত্রাহি অবস্থা, সেই সময় দুস্থদের পাশে দাঁড়িয়ে একেবারে সত্যিকারের হিরোর মত কাজ করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সনু সুদ। সেই সময় অনেকেই তার কাজের প্রশংসা করেছিলেন। পর্দার ভিলেন অচিরেই হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের ত্রাতা। তারপরে তিনি স্থাপন করেন সুদ ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বহু মানুষকে সাহায্য করতে শুরু করেন। এবারের করোনাভাইরাস লকডাউনের সময়ও তিনি বহু মানুষকে সাহায্য করেছেন। বহু শ্রমিকের জন্য তিনি খাবার-দাবারের বন্দোবস্ত করেছেন এবং তিনি তাদের আশ্রয়স্থল দিয়েছেন। শ্রমিকদের জন্য এতকিছু করার পরে এবারে দেশের নতুন প্রজন্মের জন্য কিছু করতে চাইছেন সনু সুদ। আর তার জন্যই তিনি নতুন পদক্ষেপ নিয়েছেন, যার নাম সম্ভবম।

সোনু সুদ জানিয়েছেন, "করতে চান আইএএস পরীক্ষার প্রস্তুতি, আমরা নেব আপনার দায়িত্ব।" যারা অর্থের অভাবে আইএএস এর প্রশিক্ষণ নিতে পারেন না তাদের জন্য এগিয়ে এলেন সনু সুদ। সম্ভবম স্কিমে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ৩০ জুনের মধ্যে আবেদন জানাতে হবে পরীক্ষার্থীকে। www.soodcharityfoundation.org ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন সনু সুদ। সম্প্রতি তিনি কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন, যে সমস্ত বাচ্চারা করোনা ভাইরাসের কারণে তাদের বাবা মাকে হারিয়েছে তাদের পড়াশোনার ভার নেওয়া হয় সরকারের থেকে। তার এই প্রস্তাবের সমর্থন জানিয়েছিলেন খোদ দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া।