একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ, আবেদন করা যাবে অনলাইনে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/06/2021   শেষ আপডেট: 10/06/2021 2:19 p.m.

দেশজুড়ে ১০,০০০-এর বেশি গ্রুপ ‘এ’ এবং গ্রুপ 'বি' পদে নিয়োগ করা হবে

দুই গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ যোগ্য প্রার্থীদের সামনে। ইতিমধ্যেই পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হরিয়ানা স্টাফ সিলেকশন (গ্রুপ ‘সি’) কমিশন (এইচএসএসসি)। আগামী ১৪ জুন থেকে শুরু হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.hssc.gov.in-এ আবেদন করতে পারবেন। মোট ৫২০ জনকে নিয়োগ করা হবে। জেনারেল ক্যাটাগরিতে ১৮৭ জন, তফসিলি জাতির ৯৩ জন-সহ বিভিন্ন সংরক্ষিত পদে নিয়োগ করা হবে। যোগ্যতা, দ্বাদশ শ্রেণি পাশ। এবং দশম বা দ্বাদশ শ্রেণিতে হিন্দি বা সংস্কৃতি থাকতে হবে প্রার্থীদের। আবেদন সর্বোচ্চসীমা ২১ বছর। বেতন মিলতে পারে সর্বোচ্চ ৬৯,১০০ টাকা। আবেদন ফি ১০০ টাকা জেনারেলদের জন্য। বাকি সমস্ত তথ্য হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.hssc.gov.in-এ মিলবে।

অন্যদিকে প্রকাশিত হল আইবিপিএস আরআরবি পরীক্ষার (IBPS RRB Exam 2021) বিজ্ঞপ্তি। এতে দেশজুড়ে ১০,০০০-এর বেশি গ্রুপ ‘এ’ এবং গ্রুপ 'বি' পদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৮ জুন, ২০২১। বর্তমানে আবেদন করা যাচ্ছে। অফিসার এবং অফিস অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য জেনারেল প্রার্থীদের ৮৫০ টাকা ফি দিতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের আবেদন ফি বাবদ ১৭৫ টাকা জমা দিতে হবে বলে জানানো হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ গিয়ে আবেদন জানাতে পারবেন। এবং বাকি তথ্য এই ওয়েবসাইটেই মিলবে।