সিংঘু সীমান্তে আত্মঘাতী শিখ সন্ত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/12/2020   শেষ আপডেট: 17/12/2020 9:53 a.m.
twitter @diljitdosanjh

কৃষক আন্দোলনে শোকের ছায়া

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনে কেউ পুরস্কার ফিরিয়েছেন, কেউ ফিরিয়েছেন খাবার আবার কেউ নিজের প্রাণটুকুই উৎসর্গ করলেন। জয় ছিনিয়ে নেবার আশ্বাস চিরকুটবন্দী করে নিজেকে গুলি করে চিরঘুমে আচ্ছন্ন হলেন শিখ ধর্মগুরু রাম সিং।

পাঞ্জাব ও হরিয়ানায় যথেষ্ট খ্যাতিসম্পন্ন হরিয়ানার কার্ণাল এর সিংঘরা গ্রামের বাসিন্দা বাবা রাম সিং তাঁর অসংখ্য অনুগামীকে আশার আলো জুগিয়ে নিজেকে হনন করলেন। এদিন কিষাণ ইউনিয়নের প্রধান গুরুনাম সিং চারুনির সাথে দেখা করে জয় ছিনিয়ে নেবার বার্তা দেন এবং তারপরই নিজের গাড়িতে বসে নিজেকে গুলি করেন। পানিপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুইসাইড নোটে বাবা লেখেন সরকারের এই নির্মমতাকে মেনে নেওয়া পাপ, তাই এই বর্বরতার বিরুদ্ধে এবং কৃষকদের স্বার্থে তাঁর এই আত্মবলিদান। গুরুদ্বারাতে তাঁর মৃতদেহ রাখা হয়েছে ও শোকস্তব্ধতা নেমেছে সিংঘরা গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত ও চিঠির সত্যতা যাচাইয়ে নেমেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কৃষকদের হয়ে মোদী সরকারকে সমস্ত সীমা লঙ্ঘনের অভিযোগ করে অবিলম্বে আইন প্রত্যাহারের হুঁশিয়ারি দেন।