কৃষক আন্দোলনের জন্য আমেরিকায় সম্প্রচারিত হল ৪০ সেকেন্ডের শর্ট ভিডিও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/02/2021   শেষ আপডেট: 08/02/2021 6:03 p.m.
-

ভিডিওটি ৭ ফেব্রুয়ারি আমেরিকার সেন্ট্রাল ভ্যালির ফ্রেস্নো অঞ্চলে সম্প্রচারিত হয়েছে

দিল্লি সীমান্তে চলা কৃষি আন্দোলন এখন শুধুমাত্র ভারতে সীমাবদ্ধ নেই। এই প্রসঙ্গে এবার কথা বলতে শুরু করেছে গোটা বিশ্ববাসী। কিছুদিন আগেই বলিউড গায়িকা ও অন্যান্যদের মুখে কৃষক আন্দোলন সম্বন্ধে কথা শোনা গিয়েছিল। এবার কৃষকদের জন্য ৪০ সেকেন্ডের একটি শর্ট ভিডিও বানানো হয়েছে যাতে ভারতের কৃষকদের সংগ্রাম সম্বন্ধে দেখানো হয়েছে। এই ভিডিও ৭ ফেব্রুয়ারি আমেরিকার সেন্ট্রাল ভ্যালির ফ্রেস্নো অঞ্চলে সম্প্রচারিত হয়েছে। ভিডিওটি শুরু হয়েছে মার্টিন লুথার কিংয়ের একটি উক্তির মাধ্যমে যা হল, “Injustice anywhere is a threat to justice everywhere”। এই ভিডিওতে ভারতের চলা কৃষক আন্দোলনকে ইতিহাসের সবচেয়ে বড়ো বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছে।

কৃষক আন্দোলনের এই ভিডিও "Tejivideo" নামক একটি ফটোগ্রাফী ও ভিডিও প্রোডাকশন কোম্পানি প্রকাশ করেছে। ফ্রেস্নো অঞ্চলের মেয়র জেরি ডায়াড় বলেছেন, "আমরা বলতে চাই যে ভারতীয় কৃষক বন্ধুদের সাথে আমরা আছি এবং থাকবো।" প্রসঙ্গত, ফ্রেস্নো অঞ্চলে ৪০০০০ এর বেশি শিখ সম্প্রদায়ের বসবাস। এরপর কৃষক আন্দোলন ক্রমে আন্তর্জাতিক রূপ নিচ্ছে। এতে কেন্দ্রের মোদী সরকার কি পদক্ষেপ নেবে, সেটাই দেখার।