ভ্যাকসিনের পর ক্ষতিপূরণের দায় নেবে না সেরাম ইনস্টিটিউট, কেন্দ্রকে বার্তা সেরাম কর্তার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/06/2021   শেষ আপডেট: 03/06/2021 4:28 p.m.
আদর পুনাওয়ালা twitter@adarpoonawala

সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন দেশজুড়ে প্রত্যেকটি রাজ্যে দেওয়া হচ্ছে

দেশজুড়ে করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের মাঝে চলছে টিকাকরন প্রক্রিয়া। টিকাকরণ প্রক্রিয়ায় মূলত ব্যবহার করা হচ্ছে সেরাম ইনস্টিটিউটের (Serum Institute) কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিন এবং ভারত বায়োটেকের কো ভ্যাক্সিন। এছাড়া সম্প্রতি বিদেশ থেকে আগত ফাইজার এবং মর্ডানার মত ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। ছাড়পত্রের সাথে সাথে গতকালই কেন্দ্রীয় সরকার ইঙ্গিত দেয় যে ফাইজার (Pfizer) বা মর্ডানার (Moderna) মত বিদেশি টিকা সংস্থাগুলিকে ক্ষতিপূরণ সংক্রান্ত নিয়ম মানতে হবে না। অর্থাৎ তাদের টিকা নিয়ে কেউ অসুস্থ হলে সংস্থাগুলিকে দায় নিতে হবে না। কেন্দ্র সরকারের এই ইঙ্গিতের পর এই বিষয়ে গলায় সুর তুলেছেন সেরাম কর্তা আদর পুনাওয়ালা।

সেরাম কর্তা আদর পুনাওয়ালা স্পষ্ট জানিয়েছেন যে বিদেশি টিকা প্রস্তুতকারী সংস্থাগুলিকে যদি ক্ষতিপূরণের দায় নিতে না হয় তাহলে সেরাম ইনস্টিটিউটকেও ক্ষতিপূরণের দায় থেকে মুক্ত করতে হবে। তাঁর বক্তব্য, "সবার জন্য নিয়ম সমান হওয়া উচিত। বিদেশি সংস্থাগুলোকে ক্ষতিপূরণ আদায়ের থেকে মুক্তি দিলে শুধু সেরাম না, সব দেশীয় সংস্থার সুবিধা পাওয়া উচিত।"