ফিক্স ডিপোজিটের নামে টাকা চুরি করছে সাইবার ক্রিমিনালরা, সতর্কবার্তা টুইট SBI এর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/04/2021   শেষ আপডেট: 11/04/2021 6:05 p.m.
-

SBI গ্রাহকদের ব্যাঙ্কের একান্ত তথ্য কাউকে না জানাতে অনুরোধ জানিয়েছে

বর্তমানে অনলাইন ফ্রডের ঘটনা প্রতিনিয়ত হয়ে থাকে। অনেকেই তার সারা জীবনের পুঁজি হারিয়েছে এই অনলাইন ফ্রডের জন্য। সম্প্রতি ভারতের সবচেয়ে বড় পাবলিক ব্যাঙ্ক এসবিআই তাদের গ্রাহকদের অনলাইন ফ্রডের হাত থেকে বাঁচার জন্য সাবধান করল। সম্প্রতি অনলাইন ফ্রডের ঘটনা অনেক বেশি বেড়ে গেছে এবং যে সমস্ত গ্রাহকদের ফিক্স ডিপোজিট আছে তাদের বেশি করে টাকা চুরি হচ্ছে। এসবিআই জানিয়েছে, সাইবার ক্রিমিনালরা বর্তমানে গ্রাহকদের অ্যাকাউন্টে নকল ফিক্স ডিপোজিট বানিয়ে তার অ্যাকাউন্টের সমস্ত টাকা হাতিয়ে নিচ্ছে। তাই ব্যাংকের পক্ষ থেকে সাবধান করে বলা হয়েছে যাতে কোনো গ্রাহক তাদের ব্যাংকের ব্যক্তিগত ডিটেইলস যেমন পাসওয়ার্ড, ওটিপি, সিভিভি নাম্বার ও কার্ডের নাম্বার কাউকে না জানায়। এমনকি ব্যাংক থেকে জানতে চাইলেও তা জানাতে নিষেধ করে দেওয়া হয়েছে।

এসবিআই একটি টুইট করে বলেছে, "আমরা আমাদের গ্রাহকদের অনুরোধ জানাচ্ছি যাতে তারা তাদের ব্যাংকের কোন তথ্য যাতে না কাউকে জানায়। এসবিআই থেকে জানতে চাইছি বলে ফোন করলো তাকে বলা যাবে না। ব্যাংকের আসল কর্মী কখনো আপনার থেকে আপনার ব্যাংকের পাসওয়ার্ড, ওটিপি, কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার ইত্যাদি জানতে চাইবে না। সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন।"