রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত থাকবে, ঘোষণা RBI গভর্নরের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/06/2021   শেষ আপডেট: 04/06/2021 4:16 p.m.
আরবিআই twitter@rbi

রিজার্ভ ব্যাংকের রেপো রেট বর্তমানে ৪ শতাংশ

করোনা প্রকোপে গত বছর থেকেই জর্জরিত গোটা দেশ। চলতি বছরে দ্বিতীয় ঢেউয়ের আঘাতে দেশের একাধিক রাজ্যে চলছে কড়া বিধি নিষেধ বা লকডাউন। এর ফলে ফের জোর ধাক্কা খেয়েছে ভারতীয় অর্থনীতি। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করে রিজার্ভ ব্যাংকের গভর্নর তথা মনিটারি পলিসি কমিটির (MPC) চেয়ারম্যান শক্তিকান্ত দাস (Shaktikanta Das) ঘোষণা করেছেন যে রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত থাকবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। তবে রেপো রেট অপরিবর্তিত থাকলে চলতি অর্থবছরে অভ্যন্তরীণ GDP বৃদ্ধির পূর্বাভাস কমেছে। কোন পরিবর্তন না হওয়ার ফলে রেপো রেট (Repo Rate) ৪ শতাংশ থাকবে। এমএসএফ রেট ও ব্যাংক রেটে বদল না হওয়ার ফলে সেগুলি ৪.২৫ শতাংশ থাকবে। এছাড়াও আগের মত রিভার্স রেট ৩.৫৫ শতাংশ থাকবে।

এছাড়াও রিজার্ভ ব্যাংক গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, "২০২১-২২ অর্থবর্ষে ৯.৫ শতাংশ জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস রয়েছে। এই হার প্রথম ত্রৈমাসিকে ১৮.৫ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ৭.৯ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৭.২ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৬.৬ শতাংশ থাকবে বলে অনুমান। বর্ষা স্বাভাবিক হওয়ায় তা অর্থব্যবস্থার হাল ফেরানোর পক্ষে সহায়ক হতে পারে। মুদ্রাস্ফীতির হার সম্প্রতি নিম্নমুখী হয়েছে। এর ফলে অর্থব্যবস্থায় কিছু সুযোগ তৈরী হতে পারে।"