বিক্ষোভের মুখে পড়ে NTPC পরীক্ষাকে স্থগিত রাখল রেলওয়ে বোর্ড

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/01/2022   শেষ আপডেট: 26/01/2022 12:10 p.m.

বিশেষজ্ঞ কমিটি তৈরি করে বিক্ষোভকারী পরীক্ষার্থীদের সাথে আলোচনা করা হবে

বিহারে (Bihar) আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং অন্যান্য রাজ্যেও বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা একত্রিত হওয়ায় রেল মন্ত্রক (Rail Ministry) চাপের মুখে পড়ে নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া তারা বিক্ষোভকারী প্রার্থীদের সাথেও কথা বলবে। বুধবার সকালে রেল মন্ত্রকের মানবসম্পদ বিভাগের প্রধান নির্বাহী পরিচালক দীপক পিটার গ্যাব্রিয়েলের (Deepak Peter Gabriele) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি বিক্ষোভকারীদের থেকে ইচ্ছুক স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলবে এবং সফল ও বিফল উভয় প্রার্থীদের নিয়েই তারা পর্যালোচনা করবে। সূত্রমাধ্যমে জানা গেছে যে রেলমন্ত্রী (Railway Minister) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) বিহারের ক্রমবর্ধমান বিশৃঙ্খল পরিস্থিতির উপর ভিত্তি করে বুধবারের প্রথম দিকে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। গত কয়েকদিন ধরে চাকরিপ্রার্থীদের দ্বারা ট্রেন পরিষেবাগুলি ব্যাহত হচ্ছিল। এর প্রভাব দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে, রেলের কর্মকর্তারা জানিয়েছেন। “পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাচ্ছিল এবং ভারতের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ছিল।তারা টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবিলাইজ করছিল।” রেলওয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন।

নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) নিয়োগ, যার দ্বিতীয় রাউন্ডের পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল, এখন আটকে আছে। লেভেল 1 (গ্রুপ ডি) নিয়োগ, যেখানে দুই-পর্যায়ের পরীক্ষাও থাকে, সেটাও আটকে আছে। লেভেল 1 নিয়োগে, রেলওয়ে একটি দুই-পর্যায় পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল যা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ নিয়ে শুরু হয় বিক্ষোভও। প্রতিবাদকারীরা মূলত সেইসব প্রার্থী যারা যোগ্যতা অর্জন করতে পারেনি। এখন পৃথক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) বিক্ষোভকারীদের কাছে পৌঁছাবে এবং প্রতিবাদী প্রার্থীদের এবং যারা যোগ্যতা অর্জন করেছে তাদের সমন্বয়ে স্থানীয় গ্রুপ তৈরি করবে। "আমরা তাদের সাথে কথা বলব এবং তাদের কথা শুনব এবং তাদের ব্যাখ্যাও করব", রেলওয়ের একজন কর্মকর্তা বলেছেন।