দেশে করোনার বাড়বাড়ন্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শ্লেষ উগরে দিলেন রাহুল গান্ধী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/05/2021   শেষ আপডেট: 16/05/2021 8:59 a.m.
রাহুল গান্ধী instagram.com/rahulgandhi

রাহুল বলেছেন, এখন এমন একজনকে প্রয়োজন যে শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে

ভারতে করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে ইতিমধ্যেই। প্রত্যেক বৈজ্ঞানিক সংস্থা এবং ডাক্তাররা অভিযোগ করছেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জন্য এই দ্বিতীয় ঢেউ এসেছে ভারতে। তারই মধ্যে এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল গান্ধী বললেন, আমাদের বর্তমানে একটি ভ্যাকসিন স্ট্র্যাটেজি নিতে হবে। যদি কেন্দ্রীয় সরকার না করতে পারে তাহলে কিন্তু ভারতে তৃতীয় ঢেউ অনিবার্য। এছাড়া প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী গঙ্গা মাতাকে কাঁদিয়েছেন, শয়ে শয়ে লাশ ভেসে আসছে গঙ্গার উপর দিয়ে। মনে করা হচ্ছে তারা সকলেই করোনা আক্রান্ত রোগী।

তার সাথেই তিনি একটি মিডিয়া রিপোর্ট তুলে ধরেন যেখানে দেখা যাচ্ছে ১১৪০ কিলোমিটার অঞ্চল জুড়ে গঙ্গায় শুধুমাত্র ২০০০ টি শবদেহ পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন প্রধানমন্ত্রী বঙ্গমাতাকে কাঁদিয়েছেন। যদিও এই প্রথম নয় রাহুল গান্ধী এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারংবার কটাক্ষ করে বলেছেন, ভারতের বর্তমানে প্রয়োজন একটি ভালো ভ্যাকসিন স্ট্যাটেজি। তার সাথেই প্রয়োজন একজনকে যে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে পারবে।