পুরীর রথের চাকায় ফাটল, 'অশুভ ইঙ্গিত' পাচ্ছেন পুণ্যার্থীরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/07/2022   শেষ আপডেট: 05/07/2022 4:36 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

রথযাত্রার সপ্তাহব্যাপী উৎসবের মধ্যে আচমকাই এই ঘটনায় 'অশুভ ইঙ্গিত' পাচ্ছেন পুণ্যার্থীরা

রথযাত্রার (Rath Yatra) পরদিনই পুরীতে 'অঘটন'। চিন্তার ভাঁজ পুরীতে। ভগবান বলরাম ও দেবী সুভদ্রার রথের চাকায় দেখা গেল ফাটল।আচমকা তৈরি হওয়া এই ফাটলকে 'অমঙ্গলজনক ঘটনা' বলে মনে করছেন ভক্ত ও অনুগামীরা। সূত্রের খবর, তালধ্বজের ‘পিডিনাকাহা’ ও দর্পদলনার ‘বাদাউচুলা’ চাকায় ফাটল ধরেছে। চলছে পর্যবেক্ষণ। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই দুই চাকায় লোহার পাত লাগানো হবে।

গত শনিবার পুরীর গুণ্ডিচা মন্দিরে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় প্রায় ২০টি উনুনে। পুরীর গুণ্ডিচা মন্দিরে দুষ্কৃতী হামলা ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। তবে প্রথমে পুরীর গুণ্ডিচা মন্দিরে (Puri Gundicha Mandir) উনুন ধ্বংস এবং তারপর রথে ফাটল, পর পর ঘটনায় কপালে ভাঁজ পড়েছে সকলেরই।

রথযাত্রার সপ্তাহব্যাপী উৎসবের মধ্যে আচমকাই এই ঘটনায় 'অশুভ ইঙ্গিত' পাচ্ছেন পুণ্যার্থীরা। স্বাভাবিকভাবেই রথযাত্রার সময় এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন ভক্তরা।