অবশেষে মিলছে জগন্নাথ-দর্শন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/12/2020   শেষ আপডেট: 23/12/2020 12:13 p.m.
পুরীর জগন্নাথদেবের মন্দির By Subham9423 - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=97240150

আজ থেকে খুলে গেল পুরীর মন্দির

ভক্ত ও ভ্রমণকারীদের জন্য খুশির খবর। প্রায় ন'মাস পর আজ খুলতে চলেছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। তবে এখন আপাতত‌ পুরীর বাসিন্দা ও জগন্নাথের সেবায়েতদের জন্যই প্রবেশাধিকার থাকবে মন্দিরে। নতুন বছর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দির।

আজ থেকে ২৬ শে ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র সেবায়েতদের জন্য এবং তারপর ২৬ থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত পুরীর সমস্ত দর্শনার্থী জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট সময়ে নিয়ম করে পুরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাকে এই সুযোগ দেয়া হবে। নতুন বছরের প্রথম দু'দিন বন্ধ থাকার পর ৩রা জানুয়ারি থেকে রাজ্য, দেশ ও বিদেশের সমস্ত দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে এই মন্দির। দেশের অন্যান্য বহু তীর্থস্থান একে একে খুলে গেলেও করোনাকালে এত দীর্ঘ সময় বন্ধ থাকার পর রথের দিনের মতোই সতর্কতার কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশাধিকার থাকবে মন্দির চত্বরে।