করোনা আক্রমণে জর্জরিত ওড়িশা, আবারো দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গেল জগন্নাথ মন্দির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/04/2021   শেষ আপডেট: 25/04/2021 8:48 a.m.
twitter @abhilasha_panda

গত সাতদিনে ৫০ সেবায়েত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন

করোনার দাপটে এবারে বন্ধ হয়ে গেল পুরীর জগন্নাথ মন্দির। ওড়িশা রাজ্যে এবারে ধীরে ধীরে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। কিছুদিন আগে দিঘা ওড়িশা সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ওড়িশা সরকার। তারপর থেকেই মনে হচ্ছিল খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। এবারে ১৫ মে পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে বলে ঘোষণা করে দিল পুরীর মন্দির প্রশাসন। এর আগে করোনা ভাইরাসের প্রথম আক্রমণের সময় কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। তারপর ফের এই মন্দির জনগণের জন্য খুলে দেওয়া হয়। জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক কৃষণ কুমার একটি ভার্চুয়াল বৈঠকে বলেছেন, 'আগামী ১৫ মে পর্যন্ত অর্থাৎ অক্ষয় তৃতীয়া পর্যন্ত জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জগন্নাথ মন্দিরের অনেক সেবায়েত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছেন। তাদের বর্তমানে চিকিৎসা চলছে। কিন্তু মন্দির জনগণের জন্য বন্ধ থাকলেও, মন্দিরে প্রতিদিনের পুজো, আচার-ব্যবহার চলবে।'

প্রতিদিন মন্দিরের সেবায়েত এবং তাদের পরিবারের সদস্যদের স্ক্রিনিং এবং করোনা পরীক্ষা করা হচ্ছে। যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাদের দ্রুত চিকিৎসা করানোর পরিকল্পনা গ্রহণ করছে মন্দির কমিটি। মন্দিরের মুখ্য প্রশাসক ঘোষণা করে দিয়েছেন, 'নীলাদ্রি ভক্ত নিবাসে কোভিড কেয়ার সেন্টার তৈরি করা হয়েছে। যারা করোনা ভাইরাসে হালকা থেকে মাঝারি আক্রান্ত তাদের চিকিৎসা সেখানে করা হচ্ছে। যারা অত্যন্ত গুরুতর অবস্থায় রয়েছেন তাদেরকে ভুবনেশ্বর স্থানান্তরিত করার ব্যবস্থা করা হচ্ছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে।' প্রসঙ্গত, গত শনিবারের রিপোর্ট অনুযায়ী পুরীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন। গত সাতদিনে পুরীর জগন্নাথ মন্দিরের ৫০ জন সেবায়েত করোনা ভাইরাসে আক্রান্ত।