বিপত্তি পুরীর জগন্নাথ মন্দিরে, গরম ডাল গায়ে পড়ে গুরুতর জখম ২ জন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/05/2023   শেষ আপডেট: 28/05/2023 9:35 p.m.
পুরীর জগন্নাথদেবের মন্দির By Subham9423 - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=97240150

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

ফের বিপত্তি পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দিরের ভোগের গরম ডাল গায়ে পড়ে গুরুতর জখম হলেন ২ জন। কীভাবে ঘটল এই কান্ড? জানা যাচ্ছে, রান্নার জায়গা থেকে জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ বয়ে নিয়ে যাওয়ার কাজ করেন যে সেবাইতরা, তাঁরা প্রতিদিনের মতোই প্রসাদ নিয়ে যাচ্ছিলেন। কিন্তু জল পড়ে পিচ্ছিল রাস্তায় আচমকাই পা পিছলে যায় একজনের। টাল সামলাতে না পেরে পড়ে যান দ্বিতীয় জনও। এতেই তাদের শরীরে পড়ে গরম ডাল।

পুরীর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনায় ওই দুই সেবাইতের শরীরের অনেকটাই পুড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও তারা চিকিৎসাধীন।

এই ঘটনার পরে আরও একবার প্রশ্ন উঠেছে পুরীর ওই রাস্তাটি নিয়ে। অভিযোগ, মন্দির চত্বরের ওই পথটি জল পড়ে প্রায় সব সময়েই পিচ্ছিল হয়ে থাকে।