কেন সুরক্ষা সরানো হল সিধু মুসেওয়ালার? পাঞ্জাবী গায়কের হত্যার কারণ নিয়ে প্রশ্ন তুলছেন অমরিন্দর সিং

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/05/2022   শেষ আপডেট: 30/05/2022 7:52 p.m.
twitter.com/iSidhuMooseWala

কংগ্রেস নেতা তথা পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যু নিয়ে ব্যাপক চাপানউতোর চলছে জাতীয় রাজনীতিতে

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঞ্জাবী গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার। মানসা জেলার জাওহাররে গ্রামে তাঁর গাড়িতে হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পাঞ্জাব পুলিশের তরফে সিধু মুসেওয়ালা-সহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহারের পরের দিনই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাঞ্জাবে।

সিধুর হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে পাঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং রাজা জানান, তিনি ইতিমধ্যেই সিধুর পরিবারের সাথে দেখা করেছেন এবং নিরাপত্তা হ্রাস নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্য কংগ্রেস প্রধান আরও বলেছেন যে, গত দু মাসে একজন কাবাডি খেলোয়ার সহ ৪০ থেকে ৪৫ জন প্রাণ হারিয়েছে। তারপরেও সিধু মুসেওয়ালার নিরাপত্তা কমানো হলো কেন?

এদিন সংবাদমাধ্যমের সামনে শোকপ্রকাশ করে তিনি বলেন, "বাড়ির অবস্থা মর্মান্তিক। পরিবার তাদের একমাত্র সন্তানকে হারিয়েছে। তাঁর মায়ের কোনো ধারণাই নেই ছেলের মৃত্যুর সম্পর্কে। বাবা যদিও জানেন বিষয়টি।" অমরেন্দ্র সিং সরকারকে দোষারোপ করে বলেন, "সিধুর নিরাপত্তা সরানোই তাঁর মৃত্যুর একমাত্র কারণ।"