শহুরে ভারতীয়দের অগ্রাধিকার দারিদ্রতা উপশম, লিঙ্গ সমতা এবং ক্ষুধা নিবারণ, জানাল সার্ভে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/06/2021   শেষ আপডেট: 16/06/2021 5:02 p.m.
এই ভাবেই দারিদ্রের সংখ্যা আরো বাড়বে।

Ipsos ইন্ডিয়া সম্প্রতি এই সার্ভে করেছে

শহুরে ভারতীয়দের (Urban Indian) জন্য এখন প্রধান তিনটি অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা উপশম, লিঙ্গ সমতা এবং ক্ষুধা নিবারণ। একটি সার্ভে অনুযায়ী জানানো হয়েছে যে প্রত্যেক শহুরে ভারতীয় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (SDG) হিসাবে উল্লিখিত তিনটি বিষয়ে অগ্রাধিকার দেওয়া শুরু করেছে। এছাড়াও সুস্বাস্থ্য ভারতীয়দের প্রধান অগ্রাধিকারের তালিকায় রয়েছে। এই সার্ভে করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের Ipsos ইন্ডিয়া কতৃপক্ষ।

এই প্রসঙ্গে Ipsos ইন্ডিয়া সংস্থার সিইও অমিত আদরকার জানিয়েছেন, "দেশজুড়ে এই করোনা পরিস্থিতিতে মহামারী এবং লকডাউন সাধারণ মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে। সাধারণ জীবনযাপন ভুলে গেছে দেশবাসী। এখন এই প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে প্রত্যেক মানুষ চেষ্টা করছে যাতে তাদের দুবেলা খাবার জোটে, আর্থিক সমস্যা না হয় এবং সঠিক চিকিৎসাব্যবস্থা যাতে তারা পায়। এছাড়াও ভারত সরকার বর্তমানে এই করোনা পরিস্থিতিতে দারিদ্রতা উপশম, লিঙ্গ সমতা এবং ক্ষুধা নিবারণ এই তিনটি বিষয়ে জোর দিচ্ছে।" এছাড়াও তিনি জানিয়েছেন, "ভারত দেশের সিংহভাগ জায়গা দারিদ্রতার সাথে লড়াই করছে। কিন্তু তার মাঝেও তাদের অগ্রাধিকার পালন করার চেষ্টা করছে। এই করোনা পরিস্থিতিতে লিঙ্গ সমতা নেটিজেনদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আসলে বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা এবং লকডাউন এর কারণে বাড়িতে বাচ্চারা থাকার কারণে বাড়ির গৃহবধূদের ওপর খুবই চাপ পড়ছে। সেই নিরিখে লিঙ্গ সমতা বজায় রাখার জন্য চেষ্টা চালাচ্ছে প্রত্যেক শহুরে ভারতবাসী।"