"আসুন, করোনামুক্ত ভারত গড়ি", এইমসে টিকা নিয়ে দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/03/2021   শেষ আপডেট: 01/03/2021 9:15 a.m.
টিকা নিচ্ছেন নরেন্দ্র মোদী ~ Twitter

টিকাগ্রহণের ছবিও পোস্ট করেছেন টুইটারে

দেশবাসী যা দেখতে চেয়েছিল, অর্থাৎ দেশের প্রধান সর্বাগ্রে টিকা গ্রহণে এগিয়ে আসুক। এবার তাই-ই হল। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স (এইমস) থেকে আজ সকালেই করোনা টিকা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে সেই ছবি পোস্ট করে লেখেন, "বিশ্বব্যাপী এই করোনার বিরুদ্ধে আন্দোলনকে জারি রাখতে অত্যল্প সময়েই যেভাবে আমাদের চিকিৎসক ও বিজ্ঞানীরা কাজ করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।" দেশবাসীর উদ্দেশে আরো বলেন, "যারা টিকা গ্রহণের জন্য মনোনীত হয়েছেন তাদের টিকা নেওয়ার আবেদন করছি, আসুন করোনামুক্ত ভারত গড়ি।"

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম দফায় ফ্রন্টলাইন কর্মীদের টিকাদানের পর আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফায় ভ্যাকসিনেশন। এতে ষাটোর্দ্ধ প্রবীণদের দেওয়া হবে এবং কারো কো-মর্বিডিটি থাকলে ৪৫ বছর বা তার বেশি বয়সীরাও টিকা পাবেন। বেসরকারি হাসপাতালে টিকার খরচ ২৫০ টাকা এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকাদান চলছে।