১৩ তম ব্রিকস সম্মেলনে আফগানিস্থান ইস্যু নিয়ে বড়ো ঘোষণা মোদির, কড়া পদক্ষেপ পুতিনেরও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/09/2021   শেষ আপডেট: 09/09/2021 8:39 p.m.
- twitter

১৩ তম ব্রিকস সম্মেলনে প্রতিনিধিত্ব করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামী ১৩ তম ব্রিকস সম্মেলনে প্রতিনিধিত্ব করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পক্ষে এটি অত্যন্ত গর্বের বিষয় হতে চলেছে বলে বহু রাজনৈতিক বিশ্লেষকের মতামত। এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসনারও, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এছাড়াও থাকছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, এবং উপস্থিত থাকছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদের সকলের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সামিটে প্রতিনিধিত্ব করা ভারতের পক্ষে অত্যন্ত গর্বের বিষয়। এই সামিটে প্রতিনিধিত্ব করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, 'এটা আমার জন্য এবং ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে এবারের ব্রিকস আন্তর্জাতিক সম্মেলনে আমি প্রতিনিধিত্ব করছি। এটা ব্রিকসের পঞ্চদশ তম জন্মবার্ষিকী। আজকের বৈঠকের জন্য আমাদের একটি বিশেষ এজেন্ডা রয়েছে। ব্রিকস ইতিমধ্যেই গত দশকে বহু সাফল্য অর্জন করতে পেরেছে।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরো বললেন, ' আজকে আমাদের অর্থনীতি প্রগতিশীল অর্থনীতির মধ্যে সবথেকে বড় হয়ে উঠে এসেছে। প্রগতিশীল দেশের উন্নতির পিছনেও এই ফোরামের বেশকিছু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গত ১৫ বছরে ব্রিকস বহু উন্নতি করেছে। আমরা আশা করছি আগামী ১৫ বছরেও ব্রিকস যেন এভাবেই উন্নতি করতে পারে। সম্প্রতি ব্রিকস এর প্রথম ডিজিটাল হেলথ কনফারেন্স হয়ে গেল। বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে কিভাবে টেকনোলজিকে কাজে লাগানো যায় সেই বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হল। আলোচনা করা হলো, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে টেকনোলজির ব্যবহার নিয়ে।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বললেন, ' সন্ত্রাসবাদকে সমূলে উপড়ে ফেলার জন্য আমরা বেশ কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করেছি। নভেম্বর মাসে, আমাদের জল সম্পদ মন্ত্রী ব্রিকসের প্রথমবারের জন্য বৈঠকে অংশগ্রহণ করবেন।' অনেকে মনে করছেন, এই বৈঠকে ভারতের নতুন পরিকল্পনা নিয়ে কথা বলা হবে। পাশাপাশি, ত্রয়োদশতম ব্রিকস সম্মেলনে আফগানিস্তান নিয়ে একটি বড় ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন ঘোষণা করলেন, আফগানিস্তান এবং তালিবান কখনোই তাদের প্রতিবেশী দেশগুলির কাছে আতঙ্কের বিষয়বস্তু হয়ে ওঠার কথা নয়। অন্যদিকে পুতিন আরও জানালেন, আফগানিস্তান হয়তো সন্ত্রাসবাদ এবং ড্রাগ স্মাগলিং এর একটি বড় জায়গা হয়ে উঠতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে।

পাশাপাশি পুতিন আরো বললেন, মার্কিন সেনা আফগানিস্তান এবং তার বেশ কিছু আশেপাশের দেশ থেকে সমস্যা সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছেনা বিশ্বের ক্ষেত্রে, এই সমস্যা কতটা বড় হতে চলেছে। তবে, আফগানিস্তানের স্থানীয় ক্ষেত্রে তালিবান একটি সমস্যার বিষয় হয়ে উঠতে পারে। পুতিন আরও বললেন, " আফগানিস্তানের তালিবান বর্তমানে একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বের কাছে। এই কারণেই রাশিয়ার তরফ থেকে আফগানিস্তানের উপরে অতিরিক্ত নজর রাখা হচ্ছে।"