স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর বক্তৃতা ঠিক করে দিতে পারবেন আপনিও, জেনে নিন কীভাবে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/07/2021   শেষ আপডেট: 30/07/2021 4 p.m.
নরেন্দ্র মোদী facebook.com/narendramodi

স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা তৈরি হবে নাগরিকদের পরামর্শের ভিত্তিতে

প্রায় চলে এসেছে ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day)। প্রতি বছরের মতোই দিল্লির লালকেল্লায় (Delhi Red Fort) ভারতীয় পতাকা উত্তোলন করে বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে চলতি বছরের এই কর্মসূচিতে রয়েছে সামান্য টুইস্ট। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী কি ভাষণ দেবেন তা ঠিক করে দিতে পারবেন আপনিও। আজ অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, "তাঁর ইচ্ছা যে লালকেল্লা থেকে গোটা দেশের বিভিন্ন অংশ থেকে সাধারণ মানুষের চিন্তা ভাবনা আমার বক্তৃতার মাধ্যমে প্রতিধ্বনিত হোক।" আপনিও সিটিজেন এনগেজমেন্ট প্লাটফর্ম মাইগভ (Mygov India) পোর্টালে গিয়ে নিজের চিন্তাধারা প্রদান করতে পারবেন।

প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরেই গোটা দেশ থেকে মানুষ মাইগভ পোর্টালে গিয়ে নিজের ভাবনা ও পরামর্শ প্রদান করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেইসব ভাবনার মধ্যে থেকে কয়েকটি বেছে নেবেন ১৫ আগস্ট তাঁর ভাষণে বলার জন্য। ১৪ আগস্ট রাত ১১ টা ৪৫ পর্যন্ত নাগরিকরা মাইগভ পোর্টালে তাদের ভাবনা ও পরামর্শ পাঠাতে পারবেন। আসলে চলতি বছরের শুরু থেকেই প্রধানমন্ত্রী "নতুন ভারত" গঠনের জন্য নাগরিকদের কাছ থেকে তাদের চিন্তাভাবনা ভাগ করার আমন্ত্রণ জানাচ্ছেন। এবার স্বাধীনতা দিবসের মঞ্চে তিনি দেশের সকল নাগরিককে নিজের ভাবনা জানানো ও পরামর্শ দেওয়ার সুযোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর ইতিমধ্যেই অনেকেই তাদের মতামত জানিয়েছেন। কেউ বলেছেন, স্নাতকোত্তর স্তরে সংরক্ষণ তুলে দেওয়া হোক। কেউ বলেছেন, শিক্ষক-শিক্ষিকা ও শিশুদের আগে টিকাকরণ করে স্কুল চালু করা হোক। তো আবার কেউ বলেছেন, করোনায় মৃত নাগরিকদের জন্য নীরবতা পালন করা হোক।