আসুন, ভারতে এসে টিকা তৈরি করুন, রাষ্ট্রপুঞ্জের সভায় সারা বিশ্বকে আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/09/2021   শেষ আপডেট: 25/09/2021 9 p.m.
twitter.com/narendramodi

আজকের সভায় সারা বিশ্বের সমস্ত ভ্যাকসিন নির্মাতাদের তিনি আহ্বান জানালেন, ভারতে এসে ভ্যাকসিন তৈরির জন্য

রাষ্ট্রপুঞ্জের ৭৬ তম সাধারণ সম্মেলনে বক্তৃতা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজকের ভাষনে প্রধানমন্ত্রী মোদী বিশ্বের সবথেকে বড় বড় ভ্যাকসিন নির্মাতা কোম্পানিদের আহ্বান জানালেন ভারতে এসে ভ্যাকসিন তৈরি করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, 'বিশ্বের মধ্যে ভারত প্রথম দেশ যেখানে একটি ডিএনএ নির্ভর ভ্যাকসিন তৈরি করা হয়েছে যেটি গ্রহণ করতে পারবে ১২ বছরের উপরের যে কেউ।'

এছাড়াও আজকের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করলেন যারা করোনা ভাইরাসের কারণে নিজের জীবন খুইয়েছেন। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করলেন আজকের ভাষনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, 'বিগত দেড় বছর ধরে সারা বিশ্ব এমন একটি প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছে যা আগের ১০০ বছরেও আসেনি। এই সময়কালে ভারত আবারো হয়ে উঠেছে বিশ্বের ভ্যাকসিন নির্মাতা দেশগুলির মধ্যে অন্যতম। প্রগতিশীল দেশের কাছে ভ্যাকসিন পাঠিয়েছে ভারত।'

মোদি আরো যোগ করলেন, 'করোনা প্যানডেমিক আমাদের শিখিয়েছে সারা বিশ্বের অর্থনীতি আরো বৈচিত্র্যময় হওয়া উচিত। আমি গণতন্ত্রের মহান পীঠস্থানের প্রতিনিধিত্ব করছি। আমরা দেশের ৬ লক্ষের বেশি গ্রামে ইতিমধ্যেই ড্রোনের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং শুরু করেছি। গৃহহীনদের জন্য ৩ কোটির বেশি পাকা ঘর তৈরি করা হয়েছে। ৪৩ কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। ভারতীয়দের উন্নয়ন হলে পৃথিবীর উন্নয়ন হবে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলছে ভারত।'

আজকের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দুনিয়ার সংস্থাগুলিকে ভারতে এসে টিকা তৈরি করার আহ্বান জানালেন। মোদি দাবি করলেন, 'আসুন আপনারা ভারতে এসে টিকা তৈরি করুন। গোটা বিশ্বের মধ্যে ভারত একমাত্র ডিএনএ টিকা তৈরি করতে পেরেছে। ভারতে টিকা তৈরির সবথেকে ভালো পরিস্থিতি তৈরি করা হবে।' এছাড়াও পাকিস্তানের নাম না করে রাষ্ট্রপুঞ্জের সভায় হুংকার দিলেন মোদি। সবশেষে মোদির মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। বাংলায় রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করে বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।