দু’মাস এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/11/2020   শেষ আপডেট: 22/11/2020 8:58 p.m.

গত তিনদিন ধরে দাম বেড়েই চলেছে পেট্রোল–ডিজেলের

শেষবার পেট্রোলের দাম বেড়েছিল ২২ সেপ্ঢেম্বর, ডিজেলের ২ অক্টোবর৷ তারপর থেকে গত দু’মাস দাম বাড়েনি পেট্রোল বা ডিজেলের৷ হঠাৎ পরপর তিনদিন লাগাতার দাম বাড়ল এই দুই জ্বালানি তেলের৷ আন্তর্জাতিক ক্ষেত্রে দাম বেড়ে যাওয়ার কারণেই এদেশে এই দামবৃদ্ধি৷ আজ রবিবার পেট্রোলের দাম লিটার পিছু বেড়েছে ৮ পয়সা আর ডিজেলের লিটার প্রতি ১৯ পয়সা৷

রাজ্যগুলির খুচরো ব্যবসায়ীরা শুক্রবার থেকে দাম বাড়াতে শুরু করেছেন পেট্রোল–ডিজেলের৷ তিনদিনে পেট্রোলের মোট দাম বেড়েছে ৪০ পয়সা, ডিজেলের ৬১ পয়সা প্রতি লিটার৷ দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ৮১ টাকা ৮৬ পয়সা, ডিজেলের ৭০ টাকা ৮৮ পয়সা৷ মুম্বইতে পেট্রোল ৮৮ টাকা ১৬ পয়সা, ডিজেল ৭৭ টাকা ৫৪ পয়সা৷ কলকাতায় রবিবার পেট্রোলের দাম ৮৩ টাকা ৩ পয়সা আর ডিজেলের দাম ৭৪ টাকা ৬৪ পয়সা লিটার পিছু৷ ভ্যাটের রকমফেরের কারণেই শহরে শহরে দামের এই হেরফের৷