৪৫ হাজারের বেশী নারী আত্মহত্যা করেছে ২০২১ সালে, সমীক্ষায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/08/2022   শেষ আপডেট: 30/08/2022 6:43 p.m.
~pixabay

২০২০ র তুলনায় আত্মহত্যা বেড়েছে ৩.৬ শতাংশ

নারীসুরক্ষা (Woman Safety) আমাদের দেশে যে কতটা বিরল তা নিশ্চয়‌ই অজানা নয়। প্রতিবছর গড়ে কত নারী আত্মহত্যা করে তার একটি পরিসংখ্যান এবার উঠে এল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সমীক্ষাতে। সূত্র বলছে, ২০২১ সালে মোট ৪৫ হাজার ২৬ জন মহিলা আত্মহত্যা (Suicide) করেছে। এদের মধ্যে অধিকাংশই গৃহবধূ (House wife)।

সমীক্ষা বলছে, মোট ২৩ হাজার ১৭৯ জন গৃহবধূ নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছেন। ২০২০ র তুলনায় আত্মহত্যা বেড়েছে ৩.৬%। পরিসংখ্যানের শীর্ষে রয়েছে তামিলনাড়ূ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। গত বছর যথাক্রমে ৩ হাজার ২২১ জন, ৩ হাজার ৫৫ জন ও ২ ৮৬১ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে রয়েছে দীনমজুর এবং শ্রমজীবি মহিলারা‌ও। ২০২০ সালের তুলনায় দীনমজুরদের আত্মহত্যার পরিমাণ বেড়েছে ৭.১৭%। তবে উপার্জনহীন মহিলার আত্মহত্যার পরিমাণ যদিও কমেছে ২০২০ সালের তুলনায়। আগে যেখানে ১৫ হাজার ৬৫২ জন আত্মহননের পথ বেছে নিয়েছিল, সেখানে ২০২১ সালে আত্মহত্যা করেছেন ১৩ হাজার ৭১৪ জন।

এর পাশাপাশি শিশু এবং মহিলা নিখোঁজের বিষয়টিও বেশ ভাবাচ্ছে। কেবল পশ্চিমবঙ্গে ২০১৬ সালে নিখোঁজ হয়েছেন ১০,১৩৬ জন মহিলা। ২০১৭ সালে নিখোঁজ হয়েছেন ৯,০৮৪ জন। নিখোঁজ হ‌ওয়ার ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে বারাসাত(২০১৬) এবং কলকাতা(২০১৭)। ২০১৬ সালে সাড়ে তিন হাজারের বেশী শিশু কিডন্যাপ হয়েছে রাজ্যে। ২০১৭ সালে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৩,২৫০ য়ে। কিডন্যাপিংয়ে শীর্ষস্থানে রয়েছে বারাসাত। দ্বিতীয়তে কলকাতা। ফলতঃ বোঝাই যাচ্ছে, দেশ এবং রাজ্যে মহিলা সুরক্ষা যতটা বাঞ্ছনীয় হ‌ওয়া উচিত ততটা এখন‌ও পর্যন্ত হয়ে উঠতে পারেনি।