৬০ টাকার অমলেটের জন্য ক্রেতা দোকানির বচসা, পরে হাতাহাতিতে মৃত্যু ক্রেতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/02/2021   শেষ আপডেট: 08/02/2021 4:31 p.m.

হায়দ্রাবাদের উপ্পল এলাকায় এমন অদ্ভুত মৃত্যুর ঘটনা ঘটেছে

একটা অমলেটের জন্য বচসায় মৃত্যু হল হায়দ্রাবাদের এক ব্যক্তির! কি শুনে অবাক হলেন তো। আসলে নেশায় মত্ত থাকা মানুষের মনুষ্যত্ব বোধ বলে কিছু থাকে না। নেশা করে মানুষ কি করছে বা কোন কিছু করা উচিত নাকি সেই সামান্য জ্ঞানটুকু তাদের মধ্যে লুপ্ত পায়। সম্প্রতি নেশার জন্য মর্মান্তিক মৃত্যু হল হায়দ্রাবাদের উপ্পলে। মদের নেশায় মত্ত ক্রেতা দোকানদারের সাথে বচসা বাধায় ও হাতাহাতিতে সেই ক্রেতার মৃত্যু হয়।

ঘটনাটি বড়ই অদ্ভুত। হায়দ্রাবাদের ৩৪ বছর বয়স্ক বিকাশ নামক এক ব্যক্তি গতকাল অর্থাৎ রবিবার নিজের দুই বন্ধুর সাথে উপ্পল এলাকায় মহাকালী ওয়াইন শপে মদ্যপান করতে গিয়েছিলেন। সেখানে মদ্যপান করতে করতে সে দোকানে একটি অমলেটের অর্ডার দেয়। পরে মদের নেশায় সেই কথা ভুলে যায় বিকাশ। দোকান থেকে বেরোনোর সময় দোকানদার তাকে অমলেটের জন্য ৬০ টাকা বিল দিলে সেই টাকা দিতে সে অস্বীকার করে। প্রথমে শুরু হয় ক্রেতাও দোকানীর বচসা ও তা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে রূপান্তরিত হয়। হাতাহাতির জেরে গুরুতর জখম হয় বিকাশ। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। বর্তমানে ঘটনাটির তদন্ত করছে উপ্পল থানার পুলিশ।