ফের সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন জম্মু কাশ্মীরে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/10/2020   শেষ আপডেট: 06/10/2020 2:39 p.m.
Indian Army

শহীদ হলেন ভারতীয় সেনার এক জুনিয়ার অফিসার

সোমবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর চললো গোলাগুলি। ফের জম্মু কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘনের অভিযোগে উঠলো পাকিস্তানের বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় সেনার জুনিয়ার কমিশনড অফিসার সুবেদার সুখদেব সিংয়ের।

গত বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টর উত্তপ্ত হয় গোলাগুলিতে। সেবারেও পাকিস্থান বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল বলে জানায় ভারতীয় সেনা। ওই ঘটনায় শহীদ হন দুই সেনা, আহত হন আরও ৪ জন।

৪ দিনের মাথায় আবার সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন জম্মু সীমান্তে। ঘটনা প্রসঙ্গে ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল লেফটেন্যান্ট দেবেন্দর আনন্দ বলেন, "বিনা প্ররোচনায় ওদিক থেকে গুলি চলতে শুরু হয়। ভারতীয় সেনা এই অতর্কিত আক্রমণের যোগ্য জবাব দিয়েছে।"