লাভ জিহাদ সংবিধান বহির্ভূত : বিষ্ফোরক ওয়েইসি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/12/2020   শেষ আপডেট: 30/12/2020 8:41 a.m.
আসাদউদ্দিন ওয়াইসি – এআইএমআইএমের প্রেসিডেন্ট -facebook

বিজেপিতে বিক্ষুব্ধ মিম

যোগীর তৎপরতায় উত্তরপ্রদেশ আগেই রব তোলে লাভ জিহাদ বিরোধী আইন বলবৎ করার তাগিদে, এবার একই পথে হাঁটলো শিবরাজ সিং চৌহানের বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। সেই রাজ্যের মন্ত্রীসভায় 'ধর্ম স্বতন্ত্রতা বিল ২০২০' পাশ হতেই মুখ খুললেন সর্বভারতীয় মিমের প্রধান আসাদউদ্দীন ওয়েইসি। ভারতীয় সংবিধানে লাভ জিহাদের কোনো উল্লেখই নেই, কার্যত এমনটাই ধারালো আক্রমণে সরব হন তিঁনি।

এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে ওয়েইসি লেখেন ভারতীয় সংবিধানে কোথাও লাভ জিহাদের কোনো সংজ্ঞা নেই। বিজেপি শাসিত রাজ্যগুলি লাভ জিহাদ আইনের দ্বারা সংবিধানের অপমান করছেন এবং যদি তাদের আইন প্রণয়ন করতেই হয় তবে তা এমএসপি ও কর্মসংস্থান নিয়ে করতে পারে, এমনটাও জানান তিঁনি। প্রসঙ্গত উল্লেখ্য, যোগীরাজ্যে এই লাভ জিহাদ বিরোধীতার জেরে ইতিমধ্যেই আটক করেছেন অনেককে, অন্যদিকে মধ্যপ্রদেশেও শাস্তি হিসেবে ন্যূনতম ১লক্ষ টাকা জরিমানা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছরের জেলের সাজা দেওয়া হবে। জেডিইউ নেতা কেসি ত্যাগীও সোচ্চার হয়েছেন প্রতিবাদে কারণ তাঁর মতে এই আইন একপ্রকার বিভাজনের রাজনীতি। যদিও মিমপ্রধান ওয়েইসি এর আগেও এই আইনের বিরুদ্ধে হুংকার দিয়ে বলেন সংবিধানের ১৪, ২১ ও ২৫ নং ধারাকে উল্লঙ্ঘনকারী এই আইন।