৪৩ তম GST কাউন্সিল বৈঠক করলেন নির্মলা সীতারামন, উপস্থিত ছিলেন অনুরাগ ঠাকুর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/05/2021   শেষ আপডেট: 28/05/2021 8:59 p.m.
নির্মলা সীতারামন facebook.com/nirmala.sitharaman

আজ সকাল ১১ টায় এই বৈঠক ভার্চুয়ালি হয়

দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Minister of Finance) নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) আজ করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে ৪৩ তম GST কাউন্সিল বৈঠকের আয়োজন করেছিলেন। এই বৈঠক হয়েছে আজ অর্থাৎ শুক্রবার সকাল ১১ টা নাগাদ। দীর্ঘ ৮ মাস বাদে প্রথমবারের জন্য এই GST কাউন্সিল বৈঠক আয়োজিত হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর। এছাড়াও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সিনিয়র অফিসাররা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে মূলত করোনায় ব্যবহৃত ওষুধ, ভ্যাকসিন এবং চিকিৎসা সরঞ্জামের ওপর ট্যাক্স হ্রাস প্রসঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীন সরবরাহ এবং বাণিজ্যিকভাবে ভ্যাকসিনের জন্য ৫ শতাংশ GST ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৮ মাস আগে ৪২ তম GST কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠক হয়েছিল ২০২০ সালের ৫ অক্টোবর। ওই বৈঠকে রাজ্যের জন্য ক্ষতিপূরণ এবং GST রিটার্ন ফাইল করার পদ্ধতি সরলীকরণ নিয়ে আলোচনা হয়েছিল।