বিদেশেও জালিয়াত নীরব-ভ্রাতা নেহাল মোদী !

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/12/2020   শেষ আপডেট: 21/12/2020 2:17 p.m.
নেহাল মোদী

আমেরিকার মাটিতে ২৬ লক্ষ মার্কিন ডলার জালিয়াতির অভিযোগ

এর আগে আট হাজার কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়েই দেশত্যাগী হন নীরব মোদী। এবার ভারতেই শুধু নয়, বিদেশেও জালচক্রে নাম জড়ালো নীরবের ভাই নেহাল মোদীর। মার্কিন মুলুকে ২৬ লক্ষ ডলার জালিয়াতির অভিযোগ উঠল তার বিরুদ্ধে।

বর্তমানে বেলজিয়াম এর বাসিন্দা নেহাল আমেরিকার এলএলডি ডায়মন্ডস কোম্পানি থেকে ভুয়ো তথ্যপ্রমাণ দিয়ে কস্টকো হোলসেল কর্পোরেশন নামে একটি কোম্পানির সাথে নিজের ব্যবসায়িক সম্পর্কের কথা বলে ২৬ লক্ষ মার্কিন ডলারের হীরে ৮ লক্ষ মার্কিন ডলারে ধার নেন ও নিজের কাছেই রাখেন হীরে। এছাড়াও নানা জায়গায় ধার নিয়েছেন নেহাল। এটি ২০১৫ সালের ঘটনা এবং এখনও কোম্পানিকে সম্পূর্ণ ঋণ শোধ করতে পারেননি নেহাল। নিউইয়র্ক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে তাকে এমনটাই জানান ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেল। একইসাথে সিবিআই ও তদন্ত করছে নীরব ভাইয়ের কারণ ভারতের মাটিতেও PNB জালিয়াতি কান্ডে তার নাম ২৭ নম্বরে রয়েছে।