গৃহঋণের ক্ষেত্রে নতুন নিয়ম আনলো রিজার্ভ ব্যাংক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/10/2020   শেষ আপডেট: 10/10/2020 6:34 p.m.

আবাসন ক্ষেত্রকে চাঙ্গা করতে এই সিদ্ধান্ত। ৩১ মার্চ পর্যন্ত মিলবে এই সুযোগ

করোনা পরিস্থিতিতে সবথেকে বেশি ধাক্কা খেয়েছে আবাসন ক্ষেত্র। বছরের প্রথম তিন মাসে জিডিপিতেও সবথেকে বেশি ক্ষতির হয়েছিল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির। এই মন্দার সময়ে আবাসন ক্ষেত্রকে চাঙ্গা করতে বড়ো ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক।

বাড়ি কেনা বা তৈরির ক্ষেত্রে ব্যাংক থেকে কতো অংশ ধার নিচ্ছেন তার উপর সুদের হার নির্ভর করবে। ধরুন যদি কেউ মোট টাকার ৮০% ধার নেয় তাকে বেশি সুদ দিতে হবে যে ২০% টাকা ধার নিচ্ছেন তার থেকে। মানে যে যত বেশি অংশ টাকা ধার নেবেন তার সুদ ততো বেশি।

আসলে বেশি অঙ্কের টাকা ধার দিলে ব্যাংকের কিছু রিস্ক থেকে যায় বরাবর। এখন এই সুদের অংশ হেরফের হওয়ার সাথে ধার নেওয়ার অংশ কমবে বলে আশা করছে ব্যাংক। আর এতে গ্রাহকদেরও সুবিধা হবে বলে আশা ব্যাংকের।

৩১ মার্চ ২০২১-র মধ্যে যারা হোম লোন নেবেন তাঁরাই এই সুযোগ পাবেন।